×

খেলা

কোহলিদের লজ্জায় ডুবিয়ে বড় জয় পেল অস্ট্রেলিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০, ০৪:৪১ পিএম

কোহলিদের লজ্জায় ডুবিয়ে বড় জয় পেল অস্ট্রেলিয়া

সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে ভারত গড়েছিল গৌরবের ইতিহাস। ক্যালেন্ডারের পাতা দুই বছর ঘুরতেই পাল্টে গেল সবকিছু। ২০১৮-১৯ মৌসুমে এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জেতে বিরাট কোহলির ভারত। এবারের টেস্ট সিরিজে ভারত খেলতে নেমেছিল সিরিজ জয়ের গর্ব নিয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার গোলাপি বলের টেস্টের রোমাঞ্চ ভারতীয়দের মিলিয়ে গেছে অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনেই। দ্বিতীয় ইনিংসে ভারতের ইনিংস শেষ হয় ৩৬ রানে। টেস্ট ক্রিকেটে এটাই ভারতের সর্বনিম্ন স্কোর। ১৪৩ বছরের টেস্ট ইতিহাসে যা পঞ্চম সর্বনিম্ন স্কোর (যৌথভাবে)।

এর আগে ১৯৭৪ সালে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রানে অলআউট হয়েছিল ভারত। ৯০ রানের লক্ষ্য ২১ ওভারে ২ উইকেট হারিয়ে পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। আড়াই দিনে অ্যাডিলেড টেস্ট জিতে গোলাপি বলের রেকর্ডটা আরেকটু উপরে নিয়ে গেল অজিরা। গোলাপি বলে আটটি দিন-রাতের টেস্টের সবকটিতেই জয় অস্ট্রেলিয়ার। গত বছরের নভেম্বরে কলকাতায় নিজেদের প্রথম দিন-রাতের টেস্টে বাংলাদেশকে আড়াই দিনে হারিয়েছিল ভারত।

প্রথম ইনিংসে ২৪৪ রান করে ভারত। জবাবে ১৯১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের জয়ে ১-০তে এগিয়ে স্বাগতিকরা। দু’দলের দ্বিতীয় টেস্ট শুরু ২৬শে ডিসেম্বর, মেলবোর্নে।

সংক্ষিপ্ত স্কোর: ভারত ১ম ইনিংস: ২৪৪ অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৯১ ভারত ২য় ইনিংস: (আগের দিন: ৯/১) ২১.২ ওভারে ৩৬ (আগাওয়াল ৯, বুমরাহ ২, পুজারা ০, কোহলি ৪, রাহানে ০, বিহারি ৮, ঋদ্ধিমান ৪, অশ্বিন ০, উমেশ ৪, শামি ১ আহত অবসর; কামিন্স ৪/২১, হ্যাজলউড ৫/৮) অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ২১ ওভারে ৯৩/২ (ওয়েড ৩৩, বার্নস ৫১*; অশ্বিন ১/১৬) ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী ম্যাচসেরা: টিম পেইন সিরিজ: ৪ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে অস্ট্রেলিয়া

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App