×

বিনোদন

শীঘ্রই আসছে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি ছবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০, ০২:১১ পিএম

শীঘ্রই আসছে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি ছবি

দ্য গ্রেভ মুভিতে মৌসুমী হামিদ

শীঘ্রই আসছে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি ছবি

দ্য গ্রেভ মুভিতে মৌসুমী হামিদ

দেশে প্রথমবারের মতো নির্মিত হলো ইংরেজি ভাষায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সরকারি অনুদান পাওয়া গাজী রাকায়েত পরিচালিত ও অভিনীত এই ছবিটির নাম ‘দ্য গ্রেভ’।  ১৭ ডিসেম্বর সন্ধ্যায় প্রায় সাড়ে তিন মিনিট দৈর্ঘ্যের এই ট্রেলারটি প্রকাশ হয়েছে অন্তর্জালে।

এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা গাজী রাকায়েত নিজেই। সঙ্গে আছেন মৌসুমী হামিদ। ইমপ্রেস টেলিফিল্মের সহ-প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, মামুনুর রশীদ, আশিউল ইসলাম, সুষমা সরকার, এ কে আজাদ সেতু, দীপান্বিতা, ওমর ফারুক প্রমুখ।

জানা গেছে, এটি ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাতেও নির্মাণ করা হয়েছে। বাংলার যার নাম ‘গোর’। ছবিটি প্রসঙ্গে গাজী রাকায়েত বলেন, ‘‘সব ছবি দুই ভাষায় নির্মাণের দরকার নেই। তবে কিছু চলচ্চিত্র প্রয়োজনীয়। সেই ভাবনা থেকেই ‘গোর’ ইংরেজিতেও নির্মাণ করা হয়েছে। অনেকে হয়তো ভাবতে পারেন এটি ডাবিং চলচ্চিত্র। কিন্তু আমরা দুটি ছবিই আলাদা শুট করেছি।’’

ছবিটি এরমধ্যে ছাড়পত্র পেয়েছে। মুক্তি পাচ্ছে ২৫ ডিসেম্বর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App