×

খেলা

বঙ্গবন্ধু কাপের শিরোপা খুলনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০, ০৮:৩৯ পিএম

বঙ্গবন্ধু কাপের শিরোপা খুলনার

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে শুক্রবার গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে শিরোপা জয় করেছে জেমকন খুলনা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে শুক্রবার গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে শিরোপা জয় করেছে জেমকন খুলনা। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান করে খুলনা। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান করতে সমর্থ হয় চট্টগ্রাম। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের একার প্রচেস্টায় ১৫৫ রান করে মোটামুটি চ্যালেঞ্জিং স্কোর গড়তে সমর্থ হয় জেমকন খুলনা। তিনি ৪৮ বল থেকে ৭০ রান করে অপরাজিত ছিলেন। অপরদিকে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন সৈকত আলী। বোলিংয়ে চট্টগ্রামের হয়ে ২টি উইকেট তুলে নেন নাহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম। অপরদিকে খুলনার হয়ে সর্বোচ্চ ২টি উইকেট পান শাহিদুল ইসলাম। ম্যাচটিতে টসে জয় পান গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তিনি টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। ফলে প্রথমে ব্যাট করতে হয় জেমকন খুলনাকে। ব্যাট করতে নেমে একদম প্রথম বলেই হোঁচট খায়। তাদের ওপেনার ব্যাটসম্যান জহুরুল ইসলাম রানের খাতা খোলার আগে নাহিদুলের বলে আউট হয়ে যান। প্লে অফের ম্যাচে এই চট্টগ্রামের বিপক্ষেই ৮২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। এরপর ব্যাটিং করতে আসেন ইমরুল কায়েস। কিন্তু তিনিও ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি। তিনি ৮ বল খেলে ৮ রান করে সেই নাহিদুলেরই শিকারে পরিণত হয়ে ক্রিজে ছাড়েন। তিনি আউট হওয়ার পর দলের রান ছিল ২১। এরপর নামেন আরিফুল হক। তিনি ওপেনার জাকির হোসেনকে নিয়ে এগিয়ে যাওয়ার চেস্টা করেন। তবে দলীয় ৪৩ ও ব্যাক্তিগত ২৫ রান করে মোসাদ্দেকের বলে আউট হয়ে যান তিনি। এরপরই দলীয় দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ এসে দলের হাল ধরেন শক্ত করে। তিনি দেখে শুনে ও ধুমধাড়াকা পিটিয়ে রানের চাকা সচল রাখার চেস্টা করেন। আর পাশে থেকে তাকে সঙ্গ দেন আরিফুল। তারা দুজন মিলে ৪০ রানের পার্টনারশিপ গড়ার পর ৮৩ রানের মাথায় ২১ রান করে আউট হন আরিফুল। কিন্তু এক পাশ ঠিকই আগলে রাখেন মাহমুদউল্লাহ। তবে অন্যরা খুব বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। পরে ব্যাট করতে নামা শুভাগত ১২ রান করে শরিফুলের বলে, শামিম হোসেন ০ রান করে মাহমুদুল হাসান জয়ের বলে ও মাশরাফি মর্তুজা ৫ রান করে মোস্তাফিজুর রহমানের বলে আউট হন। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ ৪৮ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন। অপর ব্যাটসম্যান শহিদুল ইসলাম ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন। অপরদিকে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে প্রথম জুটিতে ২৬ রান এনে দেন দুই ওপেনার লিটন দাশ ও সৌম্য সরকার। কিন্তু ২৬ রানের মাথায় সৌম্য ১২ রান করে শুভাগত হোমের বলে বোল্ড আউট হন। অল্প ব্যবধানে আউট হয়ে যান অধিনায়ক মিঠুন। দলীয় ৩৫ ও ব্যাক্তিগত ৭ রান করে আল আমিনের বলে ফেরেন তিনি। মিঠুনের পর শামসুর রহমান ২৩ রান করে হাসান মাহমুদের বলে ও লিটন দাশ ২৩ রান করে রান আউট হয়ে ফিরে যান। সৈকত আলী ৫৩ ও মোসাদ্দেক হোসেন ১৯ রান করে আউট শাহিদুলের বলে আউট হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App