×

আন্তর্জাতিক

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সুদানে ফর্মড পুলিশের র‌্যালি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৮:৩০ পিএম

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সুদানে ফর্মড পুলিশের র‌্যালি

সুদানে ফর্মড পুলিশের প্রতিবাদ র‌্যালি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সুদানে ফর্মড পুলিশের র‌্যালি
সুদানের দারফুর প্রদেশের এল ফাশের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট বৃহস্পতিবার বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে কর্মসূচী পালন করেছে। মহান বিজয় দিবসে স্থানীয় সময় সকাল ৮টায় “বঙ্গবন্ধু ক্যাম্প” এর স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অপর্ণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে “বঙ্গবন্ধু গোল চত্বর” থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলফেশার সুপার ক্যাম্প প্রদিক্ষণ করে। র‌্যালি শেষে ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, বিজয় দিবসে আমাদের সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হই যাতে জাতির পিতাকে নিয়ে আর যেন কোনো ষড়যন্ত্র না হয়। কারণ তিনি জাতি, ধর্ম, বর্ণ সকল কিছুর উর্ধ্বে। তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমের সাথে শান্তিরক্ষা মিশনে কাজ করে যাওয়ার আহ্বান জানান। এল ফাশের সুপার ক্যাম্পে কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের অপারেসনস অফিসার মাসুক মিয়া পিপিএম জুমবাংলাকে জানান, ‘আমাদের এই ক্যাম্পে আগে কোনো স্মৃতিসৌধ ছিল না। কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিমের নির্দেশে আমাদের কর্মীরা একটি স্মৃতিসৌধ নির্মাণ করে। এই স্মৃতিসৌধে আজ আমরা পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি।’ তিনি বলেন, ‘প্রবাসে আমরা বাংলাদেশের বিভিন্ন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার মাধ্যমে দেশের গৌরবময় ইতিহাস বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App