×

খেলা

জয়ার পর ফিফা রেফারি মনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৯:০৬ পিএম

জয়ার পর ফিফা রেফারি মনি

ফিফা রেফারি সালমা ইসলাম মনি ও জয়া চাকমা

গত বছর বাংলাদেশের প্রথম নারী রেফারির স্বীকৃতি পেয়েছিলেন জয়া চাকমা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পরীক্ষা দেয়ার পর ফিফার পক্ষ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ই-মেইলের মাধ্যমে তাকে রেফারির মর্যাদা দেয়া হয়। এবার সেই তালিকায় যুক্ত হলো আরেক নারীর নাম সালমা ইসলাম মনি। তবে তিনি ফিফার সহকারী রেফারি, পূর্ণাঙ্গ রেফারি নন।

জয়ার মতো সালমাও গত বছর ফিফা রেফারি হওয়ার জন্য পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে উত্তীর্ণ হয়েও বয়স ১ বছর একদিন কম হওয়ায় ২০২০ সালের ফিফা রেফারি হিসেবে স্বীকৃতি পাননি তিনি। এবার মিলেছে অনুমোদন। বৃহস্পতিবার বাফুফেকে মনির অনুমোদনের বিষয়টি জানিয়ে দিয়েছে ফিফা।

সালমার বয়স এবারো একদিন কম ছিল। কিন্তু বাফুফে একদিন বয়স বিবেচনা করার অনুরোধ করেছিল ফিফাকে। যে কারণে বয়স একদিন কম হওয়ার পরও সালমা মনি ২০২১ সালের জন্য ফিফার সহকারী রেফারি হিসেবে স্বীকৃতি পেলেন। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সালমা ইসলাম মনিকে সহকারী রেফারি হিসেবে ফিফার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App