×

সারাদেশ

জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ১০:১৭ পিএম

জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা জলদাস পাডায় ভয়াবহ অগ্নিকান্ডে ২৬ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ঘন্টাব্যাপী অগ্নিকাণ্ডের সময় আগুনে অন্তত ১৬জন আহত হয়েছে। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে নগদ টাকা, জাল, মালামাল সহ প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেলে পরিবার জানিয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যোগাযোগ ব্যবস্থার কারণে বাঁশখালী ফায়ার সার্ভিস টিম এক কিলোমিটার এলাকা হতে ফিরে আসতে বাধ্য হয়।

জানা যায়, বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা হলেন- অনিল জলদাস, সুনীল জলদাস, পরিমল জলদাস, সুজন জলদাস, রঞ্জন জলদাস, রতন জলদাস, সুমি জলদাস, সন্তোষ জলদাস, নিখীল জলদাস, চাইন্দ্যা জলদাস, হরিদাশ জলদাস, জ্যোতি বালা জলদাস, ঝুন্টু জলদাস, গোবিন্দ জলদাস, সত্যরঞ্জন জলদাস, চিত্তরঞ্জন জলদাস, চান্দু জলদাস, যুদ্ধ জলদাস, রাখাল জলদাস, নিত্যলাল জলদাস, হরিলাল জলদাস, দধিরাম জলদাস, রতন জলদাস, বাবুল জলদাস, সজল জলদাস, কাজল জলদাস এর বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত জ্যোতি বালা জলদাস ও সুমি জলদাস জানান, সাগর কিনারায় বসতবাড়ি হওয়ায় বাতাসের গতিবেগ ছিল তীব্র। জালের মধ্যে আগুন ধরায় দ্রুত ছড়িয়ে পড়ে ও নিয়ন্ত্রনে আনতে কষ্ট হয়। শতাধিক পরিবারের মধ্যে ২৬টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আনোয়ার বাদশাহ বলেন, প্রতিবেশিরা আগুন নিয়ন্ত্রনে না আনলে ক্ষতি আরো বেশি হত। পূর্ব বড়ঘোনার জেলে পাড়ায় জেলেরা সাগরে মাছ ধরতে গেছেন। সন্তোষ দাসের নগদ ১ লক্ষ ৯৫ হাজার টাকা সহ অধিকাংশ পরিবারের নগদ টাকা সহ বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন নিভানোর সময় ১৬ জন আহত হয়েছে। বাঁশখালী ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে যোগাযোগ ব্যবস্থার কারণে পৌঁছাতে পারেনি।

বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, গন্ডামারা ইউপির পূর্ব বড়ঘোনায় অগ্নিকান্ড ঘটনার খবর পাওয়ার পর ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে খাবার এবং ঘরের ছাউনির ব্যবস্থা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App