×

সাময়িকী

ইতিহাস মানুষের হয়ে যায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৭:১৮ পিএম

দেখতে দেখতে শব্দটা ঠায় দাঁড়িয়ে থাকে হাতের কাছে বসন্ত উড়েউড়ে কাঁটাতারে ঝুলে শেষাবধি তাকে ফেরানো কার সাধ্য কবে? ঢেউগুলো মরে গেলে জীবাণুু গড়ে তুলে অভয়ারণ্য রক্তের বুদবুদে পাঁজরের ঘ্রাণ বাতাসে ভাসে মস্তিষ্কের নিঃসৃত ভণিতা। পাখিরা কবিতা পড়ে না, পাখিদের ডানায় কবিতা লেখা হয় সব সুখ কেড়ে নিলে বারুদ বেদনার অভিপ্রায় দেখে- পৃথিবীর ইতিহাস মানুষের হয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App