×

জাতীয়

আহমদ শফীকে হত্যার অভিযোগে মামুনুলসহ আসামি ৩৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৩:৩৬ পিএম

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে হেফাজতে ইসলামের ৩৬ নেতা-কর্মীকে আসামি করে নালিশি মামলা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দের আদালতে মামলাটি করেন প্রয়াত আমিরের শ্যালক মো. মঈনুদ্দীন। তিনি হেফাজতের কোনো পদে নেই।

মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, নাছির উদ্দিন মুনির, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, সহসাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস, সহকারী মহাসচিব হাবিব উল্লাহ, সহকারী অর্থ সম্পাদক আহসান উল্লাহ, প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী, হেফাজতের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী (খাদেম) এনামুল হাসান ফারুকীসহ ৩৬ জনকে আসামি করা হয়। আসামিরা সবাই হেফাজত ইসলামের নেতা-কর্মী।

আদালত মামলাটি তদন্ত করে আগামী একমাসের মধ্যে প্রতিবেদন দিতে পিবিআইকে নির্দেশ দেন।

এতে অভিযোগ করা হয়, মানসিক নির্যাতনের শিকার হয়ে আহমদ শফী মারা গেছেন। সংকটাপন্ন অবস্থায় তার অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়া হয় বলেও মামলায় অভিযোগ করা হয়।

গত ১৮ সেপ্টেম্বর মারা যান হেফাজতের প্রতিষ্ঠাতা আমীর শাহ আহমদ শফী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App