×

খেলা

আশা দেখিয়েও নিরাশ করল ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৬:৩৩ পিএম

আশা দেখিয়েও নিরাশ করল ভারত

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ৭৪ রান করে সাজঘরে ফিরেন

ডে নাইট বা গোলাপী বলের টেস্টে অন্য দলগুলোর চেয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। ফলে নতুন বলে তাদের বিপক্ষে ভালো করাটাই একটা বড় চ্যালেঞ্জ। তার ওপর তাদের মাটিতে খেলা। বৃহস্পতিবার ৪ ম্যাচের সিরিজের একমাত্র গোলাপি বলের টেস্ট ম্যাচে অজিদের বিপক্ষে খেলতে নামে ভারত। এদিন তারা স্মিথদের বিপক্ষে ভালো কিছু করার ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত সমর্থকদের নিরাশই করেছে। যদিও প্রথমেই ভারত বড় রকমের ধাক্কা খেয়েছিল। কিন্তু সেই ধাক্কা সামলিয়ে উঠেছিল। কিন্তু শেষের দিকে ফের ধাক্কা খায় তারা। বৃহস্পতিবার প্রথম দিন প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৩৩ রান করে দিন শেষ করতে পেরেছে ম্যান ইন গ্রিনরা। ম্যাচটিতে এখন পর্যন্ত ভারতের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন অধিনায়ক কোহলি। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ২টি উইকেট তুলে নিয়েছেন মিচেল স্টার্ক।

ম্যাচটিতে প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তবে তার ব্যাট নেয়ার সিদ্ধান্তটা যেন কিছুটা ভুল ছিল। কারণ ইনিংসের দ্বিতীয় বলেই রানের খাতা খোলার আগেই মিচেল স্টার্কের বলে সরাসরি বোল্ড আউট হয়ে ফিরে যান ওপেনার পৃথ্বী শ। প্রথমেই একটি ধাক্কা খাওয়ায় রানের চাকা সামনে টেনে নেয়ার বদলে উইকেট রক্ষার দিকে মনোযোগ দেন অপর ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও চেতশ্বর পূজারা। তবে আগারওয়াল খুব বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। তিনি ৪০ বল খেলে ১৭ রান করে প্যাট কামিন্সের বলে বোল্ড আউট হন। তিনি যখন আউট হন তখন দলের রান ৩২। এরপর নামেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি পূজারাকে নিয়ে কিছুটা সামাল দিতে সমর্থ হন। কিন্তু দলীয় ১০০ রানের মাথায় বিদায় নেন পূজারাও। তাকে ফেরান স্পিনার নাথান লায়ন। তিনি আউট হওয়ার আগে ১৬০ বলে ৪৩ রান করেন। আর পূজারা আউট হওয়ার পর নামেন সহঅধিনায়ক আজিঙ্কা রাহানে। দুজন মিলে দলের হাল ধরেন। এক্ষেত্রে কিছুটা সফলও হন তারা। তবে সব কিছু লণ্ড ভণ্ড করে দেয় একটি রান আউট। দলীয় ১৮৮ রানের মাথায় অধিনায়ক কোহলি রান আউটের শিকার হয়ে ফিরে যান। আর এরপরই ফের বিপর্যয় নেমে আসে দলে। কোহলি দীর্ঘদিন ধরে কোনো সেঞ্চুরি পাচ্ছিলেন না। বৃহস্পতিবার সেঞ্চুরির খুব কাছেও চলে গিয়েছিলেন তিনি। কিন্তু রান আউটের শিকার হওয়ার ফলে ৭৪ রান করে ফিরতে হয় তাকে। কোহলি আউট হওয়ার পর খুব দ্রুত রাহানে ও হনুমা বিহারীর উইকেটটি হারায় ভারত। রাহানে দলীয় ১৯৬ রানের মাথায় ৪২ রান করে আউট হন। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করেন মিচেল স্টার্ক। অন্যদিকে বিহারীকে আউট করেন জস হ্যাজেলউড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App