×

খেলা

এক ম্যাচে অনেক কিছু হারাল ম্যানসিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০১:০২ পিএম

এক ম্যাচে অনেক কিছু হারাল ম্যানসিটি

ম্যানসিটির রহিম স্টার্লিং হেড দিয়ে বল পাস দেয়ার চেস্টা করছেন

ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার ওয়েস্টব্রম উইচ আলবিয়নের বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচটিতে প্রথমে এগিয়ে গিয়েছিল পেপ গার্দিওলার শির্ষ্যরা। ম্যাচের ৩০ মিনিটের সময় ইকাই গুন্দগান গোল করে সিটিকে এগিয়ে নিয়েছিলেন। কিন্তু ম্যাচের প্রথমার্ধের পুরোটা সময়ও তারা ব্যবধানটি ধরে রাখতে পারেনি। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার মাত্র ২ মিনিট আগে ওয়েস্ট ব্রমের সামি আজেইর করা শট সিটির রুবেন দিয়াজের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। ফলে সমতায় ফেরে ওয়েস্টব্রম। এদিকে এই ড্রয়ের ফলে নিজেদের বেশ কিছু কৃতিত্ব বিলীন হয়ে গেছে ম্যানিসিটির। প্রথমটি হলো চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে জায়গা করে নেয়া কোন প্রমটেড দলের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে টানা ৮টি জয়ের পর প্রথম ড্র করেছে তারা। দ্বিতীয়টি হলো ওয়েস্টব্রমের বিপক্ষে টানা ১৩টি ম্যাচে জয় তুলে নেয়ার পর এই প্রথম ড্র করেছে ম্যানসিটি। সর্বশেষ ২০১১ সালে ম্যানসিটির কাছ থেকে কোন পয়েন্ট নিতে পেরেছিল ওয়েস্টব্রম। আর তৃতীয়টি ম্যানসিটি নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ২০০৫ সালের পর এই প্রথম ওয়েস্টব্রমের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে। ফলে বলা যায় এই এক ম্যাচেই অনেক কিছু হারিয়েছে সিটিজেনরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App