×

শিক্ষা

ভাস্কর্য ভাংচুর, জাবিতে প্রতিবাদ অব্যাহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০, ০৬:০৮ পিএম

ভাস্কর্য ভাংচুর, জাবিতে প্রতিবাদ অব্যাহত
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কর্মসূচি অব্যাহত রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। মৌলবাদের উথান বন্ধে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের দাবিতে মঙ্গলবার(১৫ নভেম্বর) মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অফিসার্স পরিষদ। সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শতাধিক কর্মকর্তার উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক এস.এম সাদাত হোসেনের সঞ্চালনায় ডেপুটি রেজিষ্ট্রার(শিক্ষা) আবু হাসান বলেন,বঙ্গবন্ধুর সম্মান-রাখব আমরা অম্লান। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যায় না। বাংলাদেশের স্বাধীনতা,অগ্রযাত্রা,উন্নয়ন বঙ্গবন্ধুর প্রচেষ্টার ফল। বঙ্গবন্ধু শুধু একটি ব্যক্তিই নয়,একটি আবেগ। তাই সরকারের কাছে আমাদের অনুরোধ এই আবেগে যদি কেউ আঘাত হানার চেষ্টা করে তবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যাতে ভবিষ্যতে কেউ বঙ্গবন্ধুকে নিয়ে অপপ্রচার করার সাহস না দেখায়। এসময় তিনি আরও বলেন, আর দেরি না করে শীঘ্রই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ ও প্রান্তিক গেইটকে পুননির্মাণ করে জয় বাংলা গেইট হিসেবে অফিসিয়ালি ঘোষণা করার দাবি জানাচ্ছি। মানববন্ধনে বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের আহবায়ক ডেপুটি রেজিষ্ট্রার (টিচিং) মোহাম্মদ আলি বলেন, পৃথিবীর অনেক মুসলিম দেশেই সে দেশের স্থপতি, স্বাধীনতার ঘোষক,গুরুত্বপূর্ণ ব্যক্তি বা যারা দেশ নির্মাণে ভূমিকা রেখেছে তাদের প্রতিকৃতি নির্মাণ করেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য এদেশের ইতিহাস ঐতিহ্যের ধারক। স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর ভাস্কর্য আমাদের অস্তিত্বকে স্মরণ করিয়ে দেয়। তাই জাতির পিতার ভাস্কর্যের অবমাননা কোন ভাবেই মেনে নেয়ার নয়। মানববন্ধনে কর্মকর্তাদের মধ্যে আরও বক্তব্য রাখেন এটিএম আবদুল হান্নান,আজিম উদ্দিন,সরওয়ার হোসেন,মাসুদুর রহমান,জেফরুল হাসান চৌধুরী সজল,মৌসুমি হামিদ প্রমুখ। উল্লেখ্য এর আগে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ,মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বসী প্রগতিশীল শিক্ষক সমাজ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আওয়ামী অফিসারবৃন্দ সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App