×

বিনোদন

বিজয়ের উল্লাসে গাইবে চিরকুট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০, ০৪:৩৯ পিএম

বিজয়ের উল্লাসে গাইবে চিরকুট
বিজয়ের উল্লাসে গাইবে চিরকুট
বিজয়ের ৪৯ বছর পূর্ণ হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। বাঙালী জাতি স্বাধিকার আন্দোলনের মধ্য দিয়ে অর্জন করে নেয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। মুক্তি পাগল জনতা আনন্দে ফেটে পড়ে। সেই আনন্দ দিনের প্রাক্কালে দাঁড়িয়ে অতিমারীর এই সময়ে মানুষ কি আনন্দ করা ভুলে যাবে? আনন্দ করতে ভুলে গেলে তো বেঁচে থাকার মানেই নেই - মানুষ দম বন্ধ হয়ে মরেই যাবে! সে সব বিষয়কে মাথায় রেখে বিজয় দিবসের ঠিক কয়েক ঘণ্টা আগে আরটিভি আয়োজিত এক কনসার্টে উপস্থিত হবে জনপ্রিয় দল চিরকুট। আজ রাত ৮টায় রাজধানীর হাতিরঝিলের এমপি থিয়েটারে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কনসার্টটি আয়োজন করা হয়েছে। প্রোগ্রামে আমন্ত্রিত অতিথিরা সরাসরি উপস্থিত থাকলেও আরটিভির মাধ্যমে দেশের সকল মানুষ সরাসরি উপভোগ করতে পারবে চিরকুটের জনপ্রিয় গান এবং বিজয়ের উল্লাসে অংশ নিতে পারবে। কনসার্টের বিষয়ে চিরকুটের অন্যতম সদস্য শারমিন সুলতানা সুমি বলেন, 'করোনার মধ্যে মানুষজন একটু বিনোদন না পেলে, আনন্দের কিছু না পেলে তো দম বন্ধ হয়ে মারা যাবে। তাই আরটিভি আয়োজিত এই কনসার্টে আমরা মানুষের পছন্দের গানগুলো পরিবেশন করার চেষ্টা করবো। গানের পাশাপাশি বিজয়ের উল্লাসে আতশবাজি ফোটানো হবে। স্বাস্থ্যবিধি মেনে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রোগ্রামটি করা হলেও আরটিভিতে এটি সরাসরি দেখানো হবে। ফলে দর্শক সরাসরিই আমাদের সঙ্গে বিজয়ের আনন্দ ভাগ করে নিতে পারবেন।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App