×

বিশেষ সংখ্যা

বাংলার গেরিলারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০, ১১:০৬ পিএম

বাংলার গেরিলারা
তখন বিষাক্ত সব রাতের গভীরে গোঁজা থাকত দিন আর দিনের গভীরে ভীতসন্ত্রস্ত রাত রক্তের পিপাসা লোপাট করত গ্রাম ও শহর বধ্যভ‚মির আত্মারা মাটি ফুঁড়ে উঠত বাতাসে প্রতিবাদে সুতীব্র আক্ষেপে চৌচির হতো রমণীদের জরায়ু মৃত্যুগুলো ঝুলে থাকত লম্বমান শিকে, নিস্তব্ধ ও স্থির, যেনবা ধ্যানস্থ মুনি, অপেক্ষায়। তখুনি গভীর স্তব্ধতা থেকে কে যেন চিৎকার দিয়ে বলে উঠল, বিজয়! ওহো, বিজয়, বিজয়, বিজয় বলে লাফিয়ে উঠল মানুষেরা আর পরীগুলো পাখা মেলে নেমে এল নিচে যেনবা তারাও ছিল অপেক্ষায় কী কুসুমিত তাদের ভঙ্গি! সরোবরে ফুটে উঠল ফুল দোলনায় হেসে উঠল শিশু আর আলব্রাটসের ডানায় ডানায় মেলে দিল লাল ও সবুজ কে বা কারা, বাংলার গেরিলারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App