×

খেলা

ফুটবল নয় বক্সিং পছন্দ রোনালদোর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০, ০৭:০৫ পিএম

ফুটবল নয় বক্সিং পছন্দ রোনালদোর

বক্সিংয়ের প্রতি রোনালদোর ভালোবাসা জন্ম ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় থেকে

ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়দের একজন হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার পায়ের জাদু দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন লাখ লাখ ফুটবল ভক্ত। তবে সেই রোনালদোর সবচেয়ে বেশি ভালো লাগে বক্সিং খেলা দেখতে। এক সঙ্গে যদি কোনো ফুটবল ম্যাচ ও কোনো বক্সিং ম্যাচ হয় তাহলে তিনি ফুটবলের বদলে বক্সিংটাই উপভোগ করেন। একটি ডকুমেন্টারি ভিডিওতে এমন কথা বলেন রোনালদো। বক্সার জেনাডি গোলোভকিনের সঙ্গে এই ডকুমেন্টারি ভিডিওটিতে কথা বলেন রোনালদো। সেখানে তিনি বলেন, ‘ফুটবল খেলা হলো আমার আবেগ। কিন্তু আমি টিভিতে ফুটবলের বদলে অন্য খেলা দেখি। ফুটবল ম্যাচ আর বক্সিং ম্যাচের মধ্যে আমি বক্সিং অথবা ইউএফসি ফাইটটাই দেখি।’

বক্সিংয়ের প্রতি রোনালদোর ভালোবাসা জন্ম হয় যখন তিনি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে ইংল্যান্ডে ছিলেন। তখন তিনি কিছুদিন বক্সিং অনুশীলন করেছিলেন। এ ব্যাপারে রোনালদো বলেন, ‘আমি যখন ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলাম একজন কোচ আমার সঙ্গে বক্সিং করত। আমি মনে করি বক্সিং প্র্যাকটিস করা ফুটবলের জন্যই ভালো। কারণ এটি আপনার মুভমেন্টে ক্ষীপ্রতা আনতে সহায়তা করে। যেটি ফুটবলের জন্য অনেক জরুরি।

তাছাড়া ভিডিওটি রোনালদো তার জীবনের সবচেয়ে কষ্টের দিনের কথাও জানিয়েছেন। তিনি জানান যে ফুটবলে ক্যারিয়ার গড়তে পরিবারকে ছাড়া ও বাবার মৃত্যু তার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। এ ব্যাপারে রোনালদো বলেন, ‘আমি মাদেইরার একটি দ্বীপে জন্মগ্রহণ করেছিলাম। আমার বয়ষ যখন ১১ ছিল তখন স্পোর্টিং সিপি আমার বাবা-মায়ের কাছে যায়। তারা বলে আমাকে তারা নিতে চায়। কিন্তু এ কারণে আমাকে লিসবনে আসতে হয়েছিল। পরিবারকে ছাড়াটি ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। আমার সবচেয়ে কঠিন দুটি সময় ছিল লিসবনে যাওয়া ও আমার বাবাকে হারানো।’ তিনি আরো বলেন, ‘আমি মনে করি আবেগ থাকাটা ভালো। আমি কখনো লুকাই না আমি কে। মানুষ বলে পুরুষরা কাঁদে না। কিন্তু কে বলে পুরুষরা কাঁদে না। আমাদের সবার আবেগ আছে, অনুভূতি আছে। আর আমি মনে করি আমাদের তা প্রকাশ করা উচিত।

রোনালদোর বয়স এখন ৩৫। কিন্তু এ বয়সেও তিনি অন্যদের তুলনায় অনেক বেশি ফিট। রোনালদো জানিয়েছেন তিনি এই বয়সেও ফিটনেসের ওপর গুরুত্ব দেন কারণ যেন মানুষ বলতে না পারে রোনালদো আগে অনেক ভালো ছিল কিন্তু এখন সে ধীর গতির হয়ে গেছে। এ ব্যাপারে তার বক্তব্য, ‘৩৩ বছর বয়সে আপনি ভাবতে থাকেন আপনার পা তেনিয়ে যাচ্ছে। কিন্তু আমি খেলার মধ্যে থাকতে চেয়েছিলাম। ফুটবলে লোকে আমার দিকে তাকাবে আর বলবে রোনালদো অসাধারণ একজন খেলোয়াড় ছিল। কিন্তু তার গতি এখন কমে গেছে। আমি এটা চাই না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App