বঙ্গবন্ধু ও চার নেতার স্মৃতির উদ্দেশ্যে
মানুষ নামের মধ্যে কতটুকু এগোলো মানুষ
কী করে মানুষ আজ প্রকৃতির বিরুদ্ধে দাঁড়ায়?
আজ বহুকাল পর বিবেকের দরজায় ঠকঠক শব্দ শোনা যায়
অবেলায় সে কে এলো মহামারি তাণ্ডবের মাঝে?
দেখি- বাংলার চিরজীবিত নায়কেরা
দৃশ্যমান চোখের পর্দায়
মৃদু পদক্ষেপে এগিয়ে এলেন বঙ্গবন্ধু
সহযোগী চতুষ্টয় স্বাধীনতা যুদ্ধের মহান নায়ক।
চোখভরে দেখলেন পেছনে তাঁদের
রেখে-যাওয়া বঙ্গভূমি কতটুকু দাঁড়াতে পেরেছে দৃঢ় পায়ে!
ভাটি অঞ্চলের দেশ- ভারি বৃষ্টিপাতে ফি-বছর
বাড়িঘর বন্যায় ভাসায় সহসা আমাদের;
কালরাতে চোখ বুজে দেখি বঙ্গবন্ধুর সাথে নেতা চতুষ্টয়
সৈয়দ নজরুল, তাজউদ্দীন, মনসুর আলী, কামরুজ্জামান
বসেছে দরবারে। দেখছেন ধারাজল অঝোর-বর্ষণ
কীভাবে নিচ্ছে ধুয়ে বাংলার মাটি থেকে বিষম জঞ্জাল
কীভাবে ভাঙছে ঢেউ মেঘনা ও ধলেশ্বরী তীর!
বাঙালি আজও দাঁড়ায় অভয়ে
অন্তরে সাহস বেঁধে সামনে এগোয় প্রতিদিন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।