কনসেনট্রেশান ক্যাম্পের
এক কোণে পড়ে আছে সে
গালে কপালে চূর্ণ
অবিন্যস্ত জটা চুল।
চোখের কোণে জমে আছে
এক বিন্দু স্ফটিকের ফুল
ঈষৎ খোলা ঠোঁটে
নয় মাসের দীর্ঘশ্বাসের ঝুল।
বেয়োনেটের খোঁচায় খোঁচায়
খুবলানো শরীর, আদুল
যোনির শোণিত ধারায়
মানচিত্রের বদল আমূল।
স্পন্দন থেমেছে একটু আগেই
শুনতে পায়নি মুক্তির কলরোল
বিজয় মিছিলে সেও কি শামিল?
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।