×

খেলা

মেসিকে নিয়ে যা বলছেন বার্সার সভাপতি প্রার্থীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০, ০৭:৩৭ পিএম

মেসিকে নিয়ে যা বলছেন বার্সার সভাপতি প্রার্থীরা

লিওনেল মেসি

বিশ্বের অন্যতম ধনী ক্লাব বার্সেলোনার পরবর্তী সভাপতি পদের নির্বাচন হবে ২০২১ সালের জানুয়ারি মাসে। এ নির্বাচনকে ঘিরে সভাপতি প্রার্থীরা এখন পুরোদস্তুর প্রচারণা চালাচ্ছেন। সব মিলিয়ে ৫ জন প্রার্থী সভাপতি পদে লড়বেন। এদিকে এবারের সভাপতি নির্বাচনে যারাই লড়ছেন তারা সবাই কথা বলছেন ক্লাবটির সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে নিয়ে। কারণ মেসি এবার বার্সা ছেড়ে দিতে চাচ্ছেন। ফলে নির্বাচনে তাদের প্রচারণার একটি বড় বিষয় হচ্ছে মেসি। তারা প্রায় সময়ই মেসিকে রাখা না রাখার ব্যাপারটি নিয়ে বিভিন্ন সময় বক্তব্য দিচ্ছেন। তবে তাদের বেশির ভাগই মেসিকে রেখে দেয়ার ব্যাপারে বলেছেন। চলুন আজ জেনে নেই বার্সার সভাপতি প্রার্থীরা মেসির থাকা না থাকার ব্যাপারে কী বলেছেন। সভাপতি পদে সবচেয়ে আলোচিত প্রার্থী ভিক্টর ফন্ট মেসিকে রাখার ব্যাপারে বড় ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন। তিনি এক বক্তব্যে বলেছেন তার প্রথম কাজই হবে মেসির চুক্তি বাড়ানো। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি মেসির ব্যাপারে বেশ আশাবাদী। আমরা একটি লম্বা প্রজেক্ট নিয়ে কাজ করব। আর এই প্রজেক্টের অংশ হওয়ার জন্য মেসিকে বোঝাতে সমর্থ হব আমি। মেসি হলো বিশ্বের এক নম্বর খেলোয়াড়। তার মতো অন্য কেউ হতে পারবে না।’ দ্বিতীয় আলোচিত প্রার্থী জর্দি ফারেও তার বক্তব্যে মেসিকে রাখার ব্যাপারে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। তিনি তার বক্তব্যে বলেছেন, ‘বার্সেলোনার সঙ্গে মেসির নাম সবসময় থাকবে। সে বার্সারই খেলোয়াড়। আমি সভাপতি প্রার্থী নির্বাচিত হলে মেসিকে রাখার ব্যাপারটি সবার আগে নিশ্চিত করব। মেসি বার্সাতেই তার খেলোয়াড়ি জীবনের ইতি টানবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস।’ অপর প্রার্থী টনি ফ্রেক্সিয়া অবশ্য উল্টো সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘মেসির ব্যাপারে এত কথা বললে খুব বেশি কাজ হবে না। তিনি যদি থাকতে চান তাহলে তিনি এমনিতেই থাকবেন।’ তার সঙ্গে প্রায় একই সুরে কথা বলেছেন এমিলি রসাদ। তিনি বলেছেন, ‘মেসি থাকবেন কি থাকবেন না এটি তার ব্যাপার। তবে তিনি যদি থাকতে চান তাহলে তাকে বেতন কম নিতে হবে। কারণ আমরা অনেক আর্থিক ক্ষতির মুখে পড়েছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App