×

সারাদেশ

ড্রেজারে ফসলি জমির মাটি কাটায় যুবকের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ০৮:০২ পিএম

ড্রেজারে ফসলি জমির মাটি কাটায় যুবকের কারাদণ্ড

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে ফসলি জমির মাটি কাটার অভিযোগে এক ড্রেজার মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের গাংকান্দা গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ।

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে গাংকান্দা এবং নৈয়ার গ্রামে অভিযান চালানো হয়েছে। এরমধ্যে পাচগাছিয়া ইউনিয়নের গাংকান্দা গ্রামের জিসান নামের একজনকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বিটেশ্বর ইউনিয়নের নৈয়ার এলাকায় মাটি কাটা অবস্থায় ড্রেজার ধ্বংস করা হয়। এ সময় ড্রেজার মালিক মোস্তাক আহমেদ পালিয়ে যায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App