×

জাতীয়

গণফোরামের বহিষ্কার-পাল্টা বহিষ্কার অকার্যকর: ড. কামাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ০৬:০১ পিএম

গণফোরামে বিগত কয়েকমাসে ঘটে যাওয়া সব বহিষ্কার-পাল্টা বহিষ্কার অকার্যকর বলে জানিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন। রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে কামাল হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তার সেক্রেটারি শাহ জাহান গণমাধ্যমে বিজ্ঞপ্তিটি পাঠান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি গণফোরামের অভ্যন্তরে ভুল বোঝাবুঝির কারণে অনাকাঙ্খিত পরিস্থির সৃষ্টি হয়েছে। উদ্ভূত সমস্যার সমাধানকল্পে সব সহকর্মীদের সঙ্গে নিয়ে গণফোরামের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। ড. কামাল হোসেন বলেন, ইতোমধ্যে দলের অভ্যন্তরে যে বহিষ্কার ও পাল্টা বহিষ্কার হয়েছে, তা অকার্যকর বলে গণ্য হবে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ এপ্রিল বিশেষ কাউন্সিলের পর গণফোরামে বিরোধ প্রকাশ্যে আসে। মোস্তফা মোহসীন মন্টুর জায়গায় ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করার পর মুখ্যত গণফোরাম দুটি অংশে বিভক্ত হয়ে পড়ে। একটি অংশ কামাল হোসেনকে কেন্দ্র করে এবং দ্বিতীয় বিদ্রোহী অংশটি মন্টু-সুব্রত চৌধুরীর নেতৃত্বে পরিচালিত হয়ে আসছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App