×

সারাদেশ

সামাজিক অবক্ষয় রোধে সভায় শপথ গ্রহণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ০৮:০৩ পিএম

সামাজিক অবক্ষয় রোধে সভায় শপথ গ্রহণ

ছবি: প্রতিনিধি

সামাজিক অবক্ষয় রোধে ইভটিজিং, নারী নির্যাতন, মাদক ও জঙ্গি বিরোধী বিট পুলিশিং সমাবেশ চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে আয়োজিত শনিবার (১২ ডিসেম্বর) ২নং চিৎমরম বিট পুলিশের উদ্যোগে চিৎমরম ইউনিয়ন পরিষদ মিলনায়তন কক্ষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী অধিকাংশই ছিল স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

তাদের সঙ্গে ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ মাদক ও জঙ্গিবাদ সম্পর্কে আলোচনা করা হয়। জাতি ও দেশের স্বার্থে এই বিষয়গুলোর বিরূদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে উৎসাহ দেয়া হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই শপথ গ্রহণ করেন।

শপথে তারা মাদক নারী নির্যাতন ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি কারীদের বিরূদ্ধে সবসময় আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন বলে অঙ্গীকার করেন। পাশাপাশি চন্দ্রঘোনা ওসির অনন্য ভুমিকার প্রসংশা করেন উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App