×

খেলা

ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল বরিশাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ১০:২৪ পিএম

ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল বরিশাল

বেক্সিমকো ঢাকার বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না ফরচুন বরিশালের সামনে। উত্তেজনাকর এ ম্যাচে ২ রানের জয় নিয়েই মাঠ ছেড়েছে তামিম ইকবালের দল

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে-অফে যেতে রবিন রাউন্ড লিগে নিজেদের শেষ ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না ফরচুন বরিশালের সামনে। এমন ম্যাচে ২ রানের জয় নিয়েই মাঠ ছেড়েছে তামিম ইকবালের দল। বরিশালের ১৯৩ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে ১৯১ রান করতে সক্ষম হয়েছে বেক্সিমকো ঢাকা। জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে পরের রাউন্ডে উঠেছে বরিশাল। ৪ পয়েন্ট থাকা রাজশাহী বাদ পড়েছে প্লে-অফে উঠা থেকে। ১৪ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম ও ৮ পয়েন্ট নিয়ে খুলনা ও ঢাকা আগেই প্লে-অফ নিশ্চিত করেছিল। টস হেরে ব্যাট করতে নেমে বরিশাল ১৯৩ রানের বড় সংগ্রহ পায়। এদিন বরিশালের সাইফ ৫১, আফিফ ৫০ ও তৌহিদ ৫০ রান করেন। ঢাকার হয়ে রুবেল, আল আমিন ও মুক্তার আলি একটি করে উইকেট পান। জবাবে বেক্সিমকো ঢাকার হয়ে সেঞ্চুরি তুলে নেন ওপেনার নাঈম শেখ। ৬৪ বলে ৮ চার ও ৭ ছয়ের মারে ১০৫ রান করেন তিনি। টুর্নামেন্টে এটি তৃতীয় সেঞ্চুরি, তার আগে নাজমুল ও ইমন শতকের দেখা পান। নাঈমের সঙ্গী ইয়াসির আলি ২৮ বলে ইয়াসির ৪১ রান করেন। শেষ দিকে আকবরের ৯ ও মুক্তার আলির ৬ রান দলকে জয় এনে দিতে পারেনি। বরিশালের হয়ে ৩ উইকেট নেন সোহরাওয়ার্দী শুভ। ম্যাচসেরা হন নাঈম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App