×

খেলা

কালীগঞ্জ একাদশের কাছে কুপোকাত বিদেশি ফুটবল একাদশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ০৭:৪০ পিএম

কালীগঞ্জ একাদশের কাছে কুপোকাত বিদেশি ফুটবল একাদশ

ছবি: প্রতিনিধি

ঝিনাইদহ কালীগঞ্জের ভূষন হাইস্কুল মাঠে বিদেশি একাদশ ও কালীগঞ্জ ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল টুনামেন্টে”কালীগঞ্জ ফুটবল একাদশ ২-১ গোলে জয়লাভ করেছে। শনিবার ( ১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার বলে কিক দিয়ে এ খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

সব আনুষ্ঠানিকতা শেষে অভিজ্ঞ রেফরি রবিউল ইসলাম খেলা শুরুর বাঁশি বাজিয়ে দিলে উভয় দল বল দখলের লড়াইয়ে নামেন। খেলার প্রথমার্ধের ১৫ মিনিটে কালীগঞ্জ একাদশের অধিনায়ক কায়েসের বাড়ানো বলে পা লাগিয়ে দিয়ে বল জালে জড়িয়ে দেন সতীর্থ রিজন।

এরপর প্রথমার্ধের ২৮ মিনিটে কালীগঞ্জ একাদশের মুন্নার বাড়ানো বলে আক্রমনণ ভাগের আনোয়ার দুর্দান্ত সটে গোলরক্ষককে পরাস্ত করে দ্বিতীয় আঘাত হানে। এতে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিক কালীগঞ্জ ফুটবল একাদশ। বিরতির পরে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে বিদেশি একাদশ গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে। খেলার ৫৫ মিনিটে নাইজেরিয়ান স্যামসাং বল নিয়ে মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় ডি বর্ক্রে মধ্যে ঢুকে পড়ে। এরপর পায়ের কারুকাজে গোলে আচমকা সট দিয়ে বল জালে জড়িয়ে দিয়ে ব্যবধান কমায়। এতে মনোবল ফিরে পায় বিদেশি একাদশ। তারা মুহুমুর্হ আক্রমণ সানায়। খেলার ঠিক শেষ মুহুর্তে তাদের আক্রমণ ভাগের খেলোয়াড় পিটারের পরপর দুটি সট গোলবারে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। এক পর্যায়ে রেফরি শেষ বাঁশি বাজিয়ে দিলে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হয়ে বিদেশি একাদশ মাঠ ছাড়ে। নৈপুণ্য দেখিয়ে কালীগঞ্জ একাদশের উদীয়মান মুন্না সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

খেলাটি পরিচালনা করেন রবিউল ইসলাম, জামাল হোসের ও বিল্লাল হোসেন। খেলার ধারা বিবরণীর দায়িত্বে ছিলেন কামাল হোসেন, রবিউল ইসলাম মোস্তফা ইবনে মাসুদ,প্রমুখ।

খেলা শেষে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড় কর্মকর্তদের হাতে পুরষ্কার তুলে দেন। এ ছাড়াও কালীগঞ্জের আহত চিকিৎসাধীন দুই খেলোয়াড়ের হাতে অনুদান তুলে দেন। এ সময় কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি জামির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ,কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিত ভট্রাচায্য, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কাউন্সিলর মনিরুজ্জামান রিংকু, ক্রীড়া ব্যক্তিত্ব লিয়াকত আলী, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, ইউপি চেয়ারম্যান নাসির চৌধুরী, মহিদুল ইসলাম মন্টু, আইয়ুব হোসেন, মোদাচ্ছের হোসেন মন্ডল, একরামুল হক সংগ্রাম, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সম্পাদক লুৎফর রহমান লাড্ডু, সাংগাঠনিক সম্পাদক এম এ রউফ, এছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মিডিয়াকর্মি ও সুধী সমাজের নেতৃবৃন্দ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App