×

খেলা

মেসির কারণে বার্সার ড্রেসিংরুমে অশান্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৫:৫৫ পিএম

মেসির কারণে বার্সার ড্রেসিংরুমে অশান্তি

৬ মাস পর বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে আর ৬ মাস পর চুক্তি শেষ হয়ে যাবে লিওনেল মেসির। এরপর তিনি ইচ্ছে করলে যেখানে খুশি সেখানে চলে যেতে পারবেন। মেসি এই মৌসুম শুরুর আগে বার্সা ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সাবেক সভাপতি জোসেফ মারিয়া বার্তেমিউর জোড়াজোড়ির কারণে তিনি যেতে পারেননি। তবে জানা গেছে মেসির সঙ্গে বার্সার যে চুক্তি ছিল সে চুক্তি অনুযায়ী তিনি এই মৌসুম শুরুর আগেই বার্সা ছাড়তে পারতেন। তবে তাকে এ কারণে আদালতে যেতে হতো। কিন্তু মেসি তার প্রিয় ক্লাবকে আদালতে নিতে চাননি। তবে মেসি যে বার্সা ছাড়তে চেয়েছিলেন এ বিষয়টি নিয়ে অন্য খেলোয়াড়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ব্যাপারটি নিয়ে অন্য খেলোয়াড়রা কিছুটা ক্ষুব্ধও। এমন খবরই জানিয়েছে স্পেনের সংবাদমাধ্যমগুলো। মেসি বেশ কয়েকবার জানিয়েছেন, তিনি বার্সাতে আর খুশি না। তাছাড়া তিনি এমনও ভাব করেছেন যে বার্সাতে তিনি একা। আর স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দ্য পোরতিভো জানিয়েছে, মেসির এমন মন্তব্যতে তার সতীর্থ খেলোয়াড়রা কিছুটা ক্ষুব্ধ। কারণ তাদের মতে মেসি এমন মন্তব্য করে তাদের তুচ্ছ করেছেন।  গত মাসে আন্তোনিও গ্রিজম্যানের এজেন্টের মন্তব্য নিয়ে মেসিকে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করেন, ক্লাবের সব কিছুর দায় নিতে নিতে তিনি ক্লান্ত। তিনি এখন থেকে আর সব কিছুর দায় নিতে চান না। কয়েকদিন আগে বার্সার অন্তর্বর্তীকালীন সভাপতি কার্লেস তাসকুয়েটস মন্তব্য করেন, মেসিকে ইচ্ছার বিরুদ্ধে রেখে দেয়াটা তাদের জন্য বিরাট ভুল ছিল। তার মতে মেসিকে যদি তারা বিক্রি করতে পারত তাহলে আর্থিকভাবে অনেক লাভবান হতো বার্সা। তার এমন মন্তব্য সমালোচনার সৃষ্টি করেছিল। কোচ রোনাল্ড কোম্যান অন্তর্বর্তীকালীন সভাপতির সমালোচনা করে বলেছিলেন যে বার্সা মেসির প্রতি অকৃতজ্ঞতা দেখিয়েছে। মেসি নিজেও এমন মন্তব্যে হতাশ হয়েছিলেন। তবে বার্সার নতুন সভাপতি পদে যারা নির্বাচন করবেন তাদের বেশির ভাগই মেসিকে রেখে দেয়ার পক্ষে। সভাপতি পদে অন্যতম প্রতিদ্বন্দ্বী হলেন বিশিষ্ট ব্যবসায়ী জর্ডি ফারে। তিনি জানিয়েছেন তিনি যদি সভাপতি নির্বাচিত হন তাহলে মেসিকে রেখে দিবেন। এ ব্যাপারে তার বক্তব্য ছিল, ‘যদি আমরা জানুয়ারিতে নির্বাচনে জয় পাই তাহলে মেসি তার চুক্তির মেয়াদ বাড়াবে। সে হলো বিশে^র সবচেয়ে সেরা খেলোয়াড়। আমাদের নতুন প্রজেক্টের জন্য তাকে রেখেই দিতে হবে। আমার বিশ্বাস তাকে আমরা আমাদের প্রজেক্ট সম্পর্কে বোঝাতে সমর্থ হবো। আর আমি সভাপতি নির্বাচিত হতে পারলে এর পরের দিনই তাকে নতুন চুক্তির জন্য প্রস্তাব দেব। তাছাড়া মেসির পুরনো বন্ধু জেরার্ড পিকেও চান মেসি থাকুক। যদিও তিনি বলেছেন, এটি মেসির ব্যক্তিগত ব্যাপার সে বার্সায় থাকবে না কি অন্য কোথাও চলে যাবে। তবে তিনি পারলে মেসিকে রেখে দেয়ার চেষ্টা করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App