×

সারাদেশ

বিয়ে বাড়িতে চাঁদা দাবি, গ্রেপ্তার চার যুবক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৫:০২ পিএম

বিয়ে বাড়িতে চাঁদা দাবি, গ্রেপ্তার চার যুবক

ছবি: প্রতিনিধি

নরসিংদীর পলাশে এক হিন্দু বিয়ে বাড়িতে মদ খাওয়ার জন্য চাঁদা দাবি ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মাহামুদুল্লাহর ছেলে মো. সজিব মিয়া (২৯), মাসুদ মিয়ার ছেলে ইমন মিয়া (১৯), ইয়াসিন মিয়ার ছেলে মাহাফুজ মিয়া (১৯) ও একই গ্রামের ফারুক উদ্দিনের ছেলে তপু মিয়া (২৪)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গেল বুধবার রাতে ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের উপেন্দ্র চন্দ্র পালের ছেলে গনেশ চন্দ্র পালের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। এ সময় একই গ্রামের মাহামুদুল্লাহর ছেলে সজিব মিয়ার হুকুমে ইমন মিয়া, মাহাফুজ মিয়া ও তপু মিয়াসহ একদল বখাটে গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে ১০ লিটার মদের জন্য চাঁদা দাবি করে গনেশ চন্দ্র পালকে মারধর করে। শুধু তাই নয়, বৃহস্পতিবার রাতে বিয়ের অনুষ্ঠান চলাকালে পুনরায় বিয়ে বাড়িতে এসে চাঁদা দাবি করলে স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশ চার বখাটেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে উপেন্দ্র চন্দ্র বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে পলাশ থানায় একটি মামলা দায়ের করে।

এ বিষয়ে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশের ইনর্চাজ জহিরুল আলম জানান, অভিযুক্তরা নেশাখোর ও বখাটে। গ্রেপ্তার চার জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App