×

সারাদেশ

বিচার না পেয়ে হতাশ নিহতের পরিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৮:০৯ পিএম

বিচার না পেয়ে হতাশ নিহতের পরিবার

ছবি: প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিন যুবদল, ছাত্রদলের হামলায় নিহত নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. হানিফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। হানিফ হত্যার দুই বছরেও এ হত্যা মামলার বিচার না পেয়ে হতাশ নিহতের পরিবারের সদস্যরা। দ্রুত সময়ের মধ্যে হানিফ হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার দাবি করেছেন তারা পিতা মফিজ উল্যাহ।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে এওজবালিয়া ইউনিয়নের ইসমাইল নগর হানিফ চত্বরে শহীদ যুবলীগ নেতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শোকসভার আয়োজন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এ সময় পরিবারের পাশাপাশি হানিফের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান নেতাকর্মীরাও।

২০১৮ সালের ১১ ডিসেম্বর বিকালে পূর্ব শুল্লুকিয়া গ্রামে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে নৌকা মার্কার প্রার্থী একরামুল করিম চৌধুরীর পক্ষে প্রচারণা করতে গেলে যুবদল, ছাত্রদলের হামলায় নিহত হয় যুবলীগ নেতা মো. হানিফ।

শোকসভার বক্তারা বলেন, হানিফ হত্যার মধ্য দিয়ে বিএনপি-জামায়াত নোয়াখালী সদর আসনের নির্বাচন বানচালের চেষ্টা করেছিল। তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। হানিফের রক্ত বৃথা যাবে না। প্রশাসন হানিফের হত্যাকারীদের দূত বিচারের মুখোমুখি করবেন বলে আমরা আশাবাদী। এ সময় হানিফের পরিবারকে ধৈর্য্য ধারণের আহবান জানিয়ে বক্তারা বলেন, আওয়ামী লীগ বিগত সময়ের মতো আপনাদের পাশে থাকবে, আপনারা মনোবল হারাবেন না।

শোকসভায় এওজবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস জাহের এর সভাপতিত্বে সদর উপজেলা চেয়ারম্যান এ.কে.এম সামসুদ্দিন জেহান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাসেরসহ স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App