×

সারাদেশ

ডুমুরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৯:১৪ পিএম

ডুমুরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ডা. সঞ্জিব দাশের নেতৃত্ব এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়

খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের চাকুন্দিয়া মৌজায় অবৈধ ভাবে খাসজমি দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ডা. সঞ্জিব দাশের নেতৃত্ব এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চাকুন্দিয়া মৌজায় সরকারি খাসজমি স্হানীয় প্রভাবশালী ওহাব গাজীর ছেলে আছাদ গাজী দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে দখল করে দোকাঘর তৈরী করে ব্যবসা পরিচালনা করে আসছিলো।

প্রশাসনের পক্ষ হতে তাকে অবৈধ স্হাপনা সরিয়ে নিতে বার বার নোটিশ দেয়া সত্বেও স্হাপনা সরিয়ে না নেয়ায় খুলনার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক, মোহাম্মদ হেলাল হোসেন পিএএ মহোদয় এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যেগে চাকুন্দিয়া মৌজার ওই খাসজমি হতে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,থানা পুলিশের সদস্যবৃন্দ সহযোগীতা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App