নবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন ও তার স্ত্রী সুমাইয়া আফরোজ করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। করোনা উপসর্গ নিয়ে গত ৮ ডিসেম্বর গত মঙ্গলবার টেস্ট করা হলে বৃহস্পতিবার ১০ ডিসেম্বর তাহাদের করোনা পজিটিভের রির্পোট আসে। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নির্বাহী কর্মকর্তা ও তাহার স্ত্রী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজের এবং তাহার স্ত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য উপজেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।