×

সারাদেশ

বাউফলে বন কর্মকর্তার সহায়তায় সরকারি গাছ হরিলুট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০, ১০:৪১ পিএম

বাউফলে বন কর্মকর্তার সহায়তায় সরকারি গাছ হরিলুট

কর্তনকৃত গাছ

বাউফলের বন কর্মকর্তার দোহাই দিয়ে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বেড়িবাঁধে সৃষ্ট সামাজিক বনায়ণের প্রায় দেড় লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়ে গেছে আলম হাওলাদার(৫৫) নামের এক প্রভাবশালী। ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডরে চর আলগী গ্রামে আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে।

সরেজমিন দেখা গেছে, চন্দ্রদ্বীপ ইউনিয়নের মো. আলম হাওলাদার (৬০) নামের এক ব্যক্তি উপজেলা বন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের দোহাই দিয়ে প্রায় বিশটি বড় সাইজের রেইনট্রি ও কয়েকটি মেহগানিসহ অন্যান্য প্রজাতির প্রায় ত্রিশটি গাছ কেটে নিয়ে গেছে। যার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। ইকোমধ্যেই অধিকাংশ কাটা গাছ অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। শ্রমিক নিয়ে বাকি গাছগুলোও কাটাচ্ছেন। কিছু গাছের খণ্ড এখনো বেড়িবাঁধের পাশে পড়ে রয়েছে।

চর আলগী বেড়িবাঁধ সামাজিক বনায়ণের উপকারভোগী কমিটির সভাপতি মো. আমির আলী হাওলাদার বলেন, ১৯৯৪ সালে সরকারের বন বিভাগ বেড়িবাঁধের দু’পাশে সামাজিক বনায়ণের আওতায় রেইনট্রি, মেহগানি, শিশুসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছেন। বনায়ণের উপকারভোগির সংখ্যা চল্লিশ জন। আলম হাওলাদার আমাদেরকে না জানিয়েই বন কর্মকর্তার সাথে অবৈধ লেনদেনের মাধ্যমে গাছ কেটে নিয়ে গেছেন। শেষ মূহূর্তে খবর পেয়ে উপকারভোগীরা কিছু গাছ আটক করেছে।

এবিষয়ে আলম হাওলাদার বলেন, বন কর্মকর্তা কালাম স্যারের সাথে কথা বলেই আমি গাছ কেটেছি। বিষয়টি জানতে বাউফল উপজেলা বন কর্মকর্তা মো.আবুল কালাম আজাদের মুঠোফোনের ০১৭১২০১৫০৮৫ নম্বরে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, আমি খোঁজ নিয়ে দেখছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App