×

শিক্ষা

বিতর্কিত কর্মকাণ্ডে জাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০, ০৬:১৮ পিএম

বিতর্কিত কর্মকাণ্ডে জাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত
বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ভ্যানচালক, দোকানিকে মারধর-নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়,২০১৮ সালের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা মোহাম্মদ শামীম রহমান, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বাংলাভিশনের সংবাদ উপস্থাপিকা এবং একই বছরের ডিসেম্বরে ক্যাম্পাসের জাহাঙ্গীরনগর ফটোগ্রাফিক্সের স্বত্ত্বাধিকারী মো: আকবর আলী, ও মো.আব্দুর রাজ্জাককে মারধর ও লাঞ্ছনার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নিকট লিখিত অভিযোগ দেয়া হয়। এ পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ১০ক (২) ধারা অনুযায়ী তাকে পদ থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়। তবে বরখাস্ত থাকাকালীন সময়ে তিনি জীবিকানির্বাহ ভাতা পাবেন বলে অফিস আদেশে জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য গত ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভ্যান চালানোর অপরাধে নাহিদ নামে বটতলার এক দোকান কর্মচারীকে মারধর করে এই নিরাপত্তা কর্মকর্তা। পরে কন্ট্রোল রুমে আটকে রেখে মারধর করে তাকে ইয়াবা কারবারি হিসেবে ফাসিয়ে দেয়ার হুমকি দেয়।একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় কাউকে মারধরের বিষয়ে কিছু না বলার শর্তে ছেড়ে দেয় শাহীন। পরে গণমাধ্যমে এ ঘটনা শিরোনাম হলে সুদীপ্ত শাহীনের শাস্তির জোর দাবি তোলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সাবেক-বর্তমান শিক্ষার্থীদরা। তার নানা অপকর্মের বিচারের দাবিতে এ নাগাদ ৩০টিরও বেশি অভিযোগ জমা পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App