×

আন্তর্জাতিক

বার্সেলোনায় সিংহের দেহে করোনার থাবা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০, ০১:৫৩ পিএম

বার্সেলোনায় সিংহের দেহে করোনার থাবা

সিংহ/ ফাইল ছবি

করোনা শুধু মানুষকেই আক্রান্ত করে নাকি পশুকেও আক্রান্ত করে, এমন প্রশ্নে বিতর্ক কম হয়নি। তবে পশুকেও ছাড় দেয়নি করোনা। স্পেনের বার্সেলোনা চিড়িয়াখানার চারটি সিংহের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। মঙ্গলবার স্থানীয় পশু চিকিৎসা দফতরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে তিনটি সিংহী ও একটি সিংহ বলে জানা গেছে। তিন সিংহী হচ্ছে– জিলা, নিমা ও রান রান। সিংহটির নাম কিম্বা। কিম্বার বসয় চার বছর। আর সিংহীগুলোর বয় ১৬ বছর করে। চিড়িয়াখানায় যারা তাদের পরিচর্যার দায়িত্বে ছিল তারাই প্রথম এদের শরীরে করোনার উপসর্গ শনাক্ত করেন। বিষয়টি নিশ্চিত হলে টেস্ট করানো হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। ঠিক কিভাবে পশুগুলো আক্রান্ত হয়েছে সেটি জানা যায়নি। তবে এ নিয়ে এরইমধ্যে তদন্তের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, আক্রান্ত কারও সংস্পর্শে এসেছিল প্রাণীগুলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App