×

বিনোদন

টিকটকে সেরা দশে নেই কোনো বাংলা গান!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০, ১২:৫২ পিএম

টিকটকে সেরা দশে নেই কোনো বাংলা গান!
গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে গান গাওয়া। সঙ্গে নাচসহ বিভিন্ন অঙ্গভঙ্গি। এভাবেই জনপ্রিয়তা পায় টিকটক। এর পর শুরু হয় বিভিন্ন ধরনের কসরতে ভিডিও তৈরি। তবে গান দিয়েই জনপ্রিয়তা পেয়েছে চীনা ভিত্তিক এ অ্যাপসটি। টিকটকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে দশটি গান। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে বেশ জনপ্রিয়তা পেয়েছে টিকটক। এপার বাংলা থেকে ওপার বাংলা এর কোটি ব্যবহারকারী থাকলেও সেরা দশে নেই কোনো বাংলা গান। দেখে নিন কোন গানগুলো আছে টিকটকের সেরা দশের তালিকায়- ১. সেভেজ লাভ : গানটি গেয়েছেন মার্কিন গায়ক জেসন দেরুলো এবং নিউজিল্যান্ডের গায়ক জোশ। হিপহপ ঘরানার এ গানটি প্রকাশ হয়েছিল ২০২০ সালে। ২. সেভেজ (রিমিক্স) : আমেরিকান গায়িকা বিয়ন্সেকে সঙ্গে নিয়ে গানটি করেছেন মেগান থ্রি স্টালিন। এটিও প্রকাশ হয়েছে চলতি বছর। ৩. আউট ওয়েস্ট : তালিকার তৃতীয় স্থানে গানটি। এটি গেয়েছেন আমেরিকান র‌্যাপার ট্রাভিস স্কট। হিপহপ-র‌্যাপ ধাঁচের এ গানটি প্রকাশ হয়েছিল ২০১৯ সালে। ৪. ওয়াপ : আমেরিকান র‌্যাপার মেগান থ্রি স্টালিন ও কারডি বি কণ্ঠ দিয়েছেন এ গানটিতে। পপ ধাঁচের এ গানটি প্রকাশ হয়েছে ২০২০ সালে। টিকটকে বছরের সেরা ১০ গানের তালিকায় চার নম্বরে আছে এটি। ৫. সে সো : হট পিঙ্ক অ্যালবামের গান ‘সে সো’। মার্কিন গায়িকা দোজা ক্যাট কণ্ঠ দিয়েছেন গানটিতে। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল এ গানটি। ৬. ট্যাপ ইন : ‘ট্যাপ ইন’ গানটি গেয়েছেন আমেরিকান র‌্যাপার সুইটি। ২০২০ সালে মুক্তি পায় এ গানটি। এটির ধরণ হিপহপ। ৭. দ্য বক্স : তালিকার সাত নম্বরে আছে আমেরিকান র‌্যাপার রডি রিচ গাওয়া ‘দ্য বক্স’ গানটি। র‌্যাপ ধাঁচের এ গানটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। সে বছর সেরা গান হিসেবে পুরস্কারও জিতে নিয়েছিল এটি। ৮. র‌্যাগ টু রিচস : আমেরিকান র‌্যাপার রড ওয়েব কণ্ঠ দিয়েছিল হিপহপ ধাঁচের এ গানটিতে। ২০২০ সালে মুক্তি পেয়েছিল গানটি। প্রে ফর লাভ অ্যালবামের গান এটি। সেরা দশ গানের তালিকায় ৮ নম্বরে আছে গানটি। ৯. সুপালনলি : নিউজিল্যান্ডের গায়িকা বেনি’র গাওয়া ‘সুপালনলি’ গানটি মুক্তি পেয়েছে ২০১৯ সালে। ‘স্টেলা অ্যান্ড স্টেভ’ অ্যালবামের গান এটি। ১০. হোয়াট ইউ নো অ্যাবাউট লাভ : তালিকার একদম শেষে আছে এই গানটি। এটি গেয়েছেন আমেরিকান র‌্যাপার পপ স্মোক। ২০২০ সালে ৯ অক্টোবর প্রকাশিত হয়েছে গানটি। ‘শ্যুট ফর দ্য স্টারস, অ্যাইম ফর দ্য মুন’ অ্যালবামের গান এটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App