×

মুক্তচিন্তা

সিলেটের উদাহরণ হতে পারে ঢাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০, ১০:২১ পিএম

রাজধানীজুড়ে ইন্টারনেট ও ক্যাব?ল টিভি নেটওয়ার্কের ঝুলন্ত তারের বিশৃঙ্খলা নতুন নয়, এটা পুরনো সমস্যা। ঝুলন্ত তারের জট-জঙ্গলের যেসব দৃশ্য দেখা যায়, তা সভ্য দুনিয়ার কোনো দেশের রাজধানীর চিত্র হতে পারে বলে মনে হয় না। বারবার তার অপসারণের উদ্যোগ নিলেও তা ভেস্তে যাচ্ছে। সর্বশেষ ডিসেম্বরের মধ্যেই ঝুলন্ত তারের জঞ্জালমুক্ত একটি ঢাকা নগরী ঢাকাবাসীকে উপহার দেয়ার লক্ষ্যে দুই সিটি করপোরেশন মাঠে নেমেছে। শহরের সৌন্দর্য ফেরাতে কঠোর অবস্থানে দুই সিটি করপোরেশন। এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানিয়েছিলাম। কিন্তু মাঠের চিত্র সম্পূর্ণ ভিন্ন। কাজের অগ্রগতি নেই বললেই চলে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বেঁধে দেয়া সময়সীমা গত নভেম্বরে শেষ হলেও কাজ শেষ হয়নি। দক্ষিণের ৭৫টি ওয়ার্ড তো দূরের কথা, পরীক্ষামূলকভাবে শুরু করা ধানমন্ডির একাংশের তারও এখন পর্যন্ত মাটির নিচে যায়নি। এরই মধ্যে ব্যবসায়ীদের আরো ১ মাস সময় দিয়েছে সিটি করপোরেশন। তবে সংশ্লিষ্টরা বলছেন, আগামী ২ বছরের মধ্যেও সব এলাকার তার সরানো সম্ভব হবে কিনাÑ তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। রাজধানীর বিভিন্ন সড়কে তাকালেই দেখা যায় চারদিক ভরে গেছে ইন্টারনেট ও ডিশ লাইনের তারের গোছায়। ইন্টারনেট, ডিশ, টেলিফোন, বিদ্যুতের সঞ্চালন লাইনগুলো জড়িয়ে আছে একসঙ্গে। সরকারি সিদ্ধান্ত অমান্য করে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও ক্যাবল টিভি অপারেটররা দিনের পর দিন মাথার ওপর দিয়ে তার টানছে। চানখাঁরপুল, লালবাগ, নবাবপুর, তাঁতিবাজার, ইংলিশ রোড, চকবাজার, আরমানিটোলা, আজিমপুর, বংশালসহ বেশ কিছু এলাকায় তারের জঞ্জালের অবস্থা ভয়াবহ। মতিঝিল, পল্টন, গুলিস্তান, যাত্রাবাড়ী, কারওয়ানবাজার, ফার্মগেট, ধানমন্ডি, মিরপুর, উত্তরাসহ বিভিন্ন এলাকায় সর্বত্রই জট পাকানো তার ঝুলছে। বিদ্যুতের পিলার ব্যবহার করে এসব তার ছড়িয়ে পড়েছে অলি-গলিতে। তারের জঞ্জাল সরাতে সরকার দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছে। এক দশক ধরে এজন্য বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগও গ্রহণ করা হয়। যদিও বেশ কিছু এলাকায় এরই মধ্যে বিদ্যুতের তার মাটির নিচে নিয়ে যাওয়া হয়েছে, তবে ক্যাবল টিভি ও ইন্টারনেট ব্যবসায়ীদের কাছ থেকে সহযোগিতা না পাওয়ায় এসব সেবা সংস্থার তারের জঞ্জাল এখনো মাটির নিচে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তারের জঞ্জাল সরাতে উচ্চ আদালত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নির্দেশ দিয়েছেন। জানা গেছে, ঢাকার বিদ্যুতের খুঁটি থেকে তারের জঞ্জাল সরাতে চীনের অর্থায়নে ২০ হাজার ৫০০ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে ডিপিডিসি। তারের জঞ্জাল থেকে ঢাকাকে মুক্ত করতে ২০০৯ সালে সিদ্ধান্ত নেয়া হয়। শাহবাগ থেকে উত্তরা পর্যন্ত সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি থেকে অন্য সব সেবার তার সরানোর কাজ শুরু হয়েছিল তখনই। কিন্তু সে সময় খুব সামান্য পরিমাণ তার অপসারণ করা হয়েছিল। নতুন করে তার অপসারণের এই উদ্যোগ কতটুকু বাস্তবায়ন হয় তা দেখার বিষয়। ক্যাবল অপারেটররা নানাভাবে এই অভিযান বন্ধে তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ঝুলন্ত তার ও বিদ্যুতের লাইন ভ‚গর্ভে নিয়ে দেশের প্রথম তারবিহীন শহরে নাম লিখিয়েছে সিলেট। সিলেট ঢাকার জন্য উদাহরণ হতে পারে। নগরের সৌন্দর্য বাড়াতে এক্ষেত্রে সব মহলের সহযোগিতার হাত বাড়াতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App