×

মুক্তচিন্তা

চীন কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০, ১০:১৪ পিএম

চীন-ভারত বৈরিতা নতুন নয়। দুই দেশের মধ্যে সম্পর্কের জটিলতার কথা সবাই জানে। ১৯৬২ সালে চীনের সঙ্গে লড়তে গিয়ে ভারত পরাজিত হয়েছিল। তারপর বহু বছর গত হয়েছে। চীন অর্থনৈতিক এবং সামরিক শক্তিতে অনেক এগিয়েছে। ভারতও এগিয়েছে। চীনের সঙ্গে টক্কর দেয়ার শক্তি ভারত হয়তো অর্জন করেছে। তবে যুদ্ধ লাগলে কী হবে বলা মুশকিল।
একাত্তরে আমাদের মুক্তিযুদ্ধের একেবারে চ‚ড়ান্ত পর্যায়ে ভারতীয় সেনাবাহিনী তৎকালীন প্রধান জেনারেল শ্যাম মানেকশ পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের আহŸান জানিয়ে একটি বার্তা প্রচার করেছিলেন। সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত কার্যকর ছিল বার্তাটি। বার্তায় যা বলা হয়েছিল তার মোদ্দাকথা ছিল : তোমরা চারদিক থেকে ঘেরাও হয়ে পড়েছ। পালানোর পথ নেই। অস্ত্র সমর্পণ করো (হিন্দিতে সম্ভবত এমন ছিল : তোম চারি তরফ ছে ঘিরে হুয়া হ্যায় ... হাতিয়ার ঢাল দো)। পাকিস্তানি সেনাকর্তা জেনারেল নিয়াজি ৯০ হাজার সৈন্য নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে নতমুখে আত্মসমর্পণ করে বাংলাদেশের যুদ্ধজয়ের বিউগল বাজাতে সহযোগী হয়েছিলেন। এ ঘটনাটি এখন আবার আমার মনে পড়ল ভারতের সঙ্গে চীনের সীমান্ত সংঘর্ষ এবং অন্য প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি দেখে। ভারত কি তবে চারদিক থেকে ঘেরাও হয়ে পড়ছে? ভারতদের হিন্দুত্ববাদী বিজেপি সরকার কী ভারতকে শক্তিশালী করতে গিয়ে শেষ পর্যন্ত দুর্বল করে ফেলবে? চীনের সঙ্গে সীমান্ত সংঘর্ষে ভারত জুত করতে পারেনি বলেই মনে হচ্ছে। কোনো গোলাগুলি ছাড়া হাতাহাতির লড়াইয়ে একজন কর্নেলসহ ২০ সৈনিকের মৃত্যু, কয়েকজনের আহত হওয়ার ঘটনা ভারতের শক্তিমত্তার পরিচয় বহন করে না। পরে অবশ্য চীন সীমান্তে ভারত নতুন করে সামরিক শক্তি বৃদ্ধি করেছে। চীনের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কয়েক দফা আলোচনাও হয়েছে। তবে উত্তেজনা পুরো প্রশমিত হয়েছে বলে মনে হয় না। আমাদের দেশে যারা ভারতবিরোধী, যারা মনে করেন, ভারত আমাদের উন্নতি-সমৃদ্ধির পথে বাধাÑ তারা বেজায় খুশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ উল্লাস প্রকাশ করছেন। ভাবখানা এমন : ছোট প্রতিবেশীদের সঙ্গে দাদাগিরি ফলাও, এবার চীনের সঙ্গে লেগে দেখোÑ হাউ ম্যানি প্যাডি ইন হাউ ম্যানি বাইস! চীন-ভারত বৈরিতা নতুন নয়। দুই দেশের মধ্যে সম্পর্কের জটিলতার কথা সবাই জানে। ১৯৬২ সালে চীনের সঙ্গে লড়তে গিয়ে ভারত পরাজিত হয়েছিল। তারপর বহু বছর গত হয়েছে। চীন অর্থনৈতিক এবং সামরিক শক্তিতে অনেক এগিয়েছে। ভারতও এগিয়েছে। চীনের সঙ্গে টক্কর দেয়ার শক্তি ভারত হয়তো অর্জন করেছে। তবে যুদ্ধ লাগলে কী হবে বলা মুশকিল। চীন এখন বিশ্বমোড়ল হওয়ার লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে। তার প্রধান প্রতিদ্ব›দ্বী আমেরিকা। আমেরিকার সঙ্গে ভারতের দহরম-মহরম ভালো। চীন এটাকে ভালো চোখে দেখে না। ট্রাম্প-মোদি দোস্তি ভাব চীনা প্রেসিডেন্টের গায়ে হুল ফোটায়। তাই চীন চায় ভারতকে চাপে রাখতে, আমেরিকা থেকে দূরে রাখতে। এই চাপের কৌশল হিসেবেই চীন এখন ভারতকে বন্ধুহীন করার ক‚টনীতি, অর্থনীতি অনুসরণ করেছে। প্রতিবেশী প্রায় সব দেশের সরকার এখন মোটামুটি ভারতবিরোধী। নেপাল তো মহাবিপ্লব করে বসেছে মানচিত্র বদল করে! বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখনো চমৎকার। বলা হয় ‘সর্বোচ্চ’ পর্যায়ে! এই ভালো সম্পর্কটা অনেকের কাছে পছন্দের নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সর্বাত্মক সমর্থন-সহযোগিতা করেছে। এক কোটিরও বেশি মানুষকে আশ্রয় ও খাদ্য জুগিয়েছে। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র দিয়েছে। শেষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধে অংশ নিয়ে ভারতীয় সেনারা রক্তও দিয়েছে। এখন আমাদের দেশে কেউ কেউ মনে করেন, ভারত যা যা করেছে, সবই নিজেদের স্বার্থে। পাকিস্তানকে দুর্বল করা ছিল ভারতের লক্ষ্য। শেখ মুজিব স্বাধীনতার ডাক দিয়ে ভারতের লক্ষ্য পূরণে সহযোগিতা করেছেন। যারা এমন ভাবেন তারা কি স্বাধীন বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেন? ভারত আমাদের দুর্বল রাখতে চায়, আমরা তাদের অনুগত থাকি, তার জন্য আমাদের নির্ভরশীল রাখতে চায়। হতে পারে এটাই সত্য। প্রশ্ন হলো, আওয়ামী লীগ না হয় ভারত অনুগত। তারা জাতীয় স্বার্থ না দেখে ভারতের স্বার্থ দেখে। কিন্তু ১৯৭৫ থেকে ১৯৯৬ সালÑ এই ২১ বছর তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। ওই সময়কালের সরকারগুলো কি জাতীয় স্বার্থ রক্ষা করতে পেরেছিল? মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কা মিছিল করে কয় ফোঁটা পানি পেয়েছিলেন? সফিউল আলম প্রধান নামের এক নেতা কয়দিন পরপর ভারতীয় দূতাবাস ঘেরাও করতেন। তার অর্জন কী? ভারতের কাছ থেকে বাংলাদেশের যতটুকু যা স্বার্থ আদায় তা আওয়ামী লীগই করেছে। এটা ঠিক যে, ভারতের বিগ ব্রাদারসুলভ আচরণ আছে। তারা প্রতিশ্রুতি রক্ষায় আন্তরিক নয়। তারা আমাদের পানির ন্যায্য হিস্যা দেয় না। সীমান্তে অসহায় মানুষদের হত্যা করে। আরো নানা অপরাধ করে। প্রশ্ন হলো, আমরা কেন ভারতকে একটু শিক্ষা দিতে চেষ্টা করি না? আমরা কেন শিক্ষা ও চিকিৎসার জন্য ভারত যাই? আমরা কেন ভারতের গরু, ভারতের পেঁয়াজ, চাল-চিনিসহ আরো বহু পণ্য বৈধ-অবৈধ্য পথে আমদানি করি? আমরা আনন্দ-ফ‚র্তির জন্য, কেনাকাটার জন্যও ভারতে গিয়ে বৈদেশমুদ্রা দিয়ে আসি। জাতি হিসেবে আমরা যে কপট, আমাদের নীতি-নৈতিকতা যে দুর্বল সেটা বুঝতে পেরেই কি ভারত আমাদের লজ্জা দিয়ে আনন্দ পায়? এখন চীনের ওপর ভর করে কি আমরা লজ্জা নিবারণ করতে উৎসাহ বোধ করছি? যদি তাই হয়, তাহলে আমাদের জন্য আরো বড় লজ্জা অপেক্ষা করছে বলে আমার ধারণা। বৈশ্বিক রাজনীতির হালহকিকত দেখে মনে হয় না যে, চীনের বিশ্বজয়ের পরিকল্পনা সহজে বাস্তবায়ন হবে। যারা আমেরিকার মোড়লগিরি থেকে মুক্তি চায়, তারা চীনের মোড়লগিরি মেনে নেবে, তা কি কোনো বিশেষ তত্ত¡ বা তথ্যের ভিত্তিতে আমরা বলতে পারি? প্রতিবেশী দেশগুলোকে প্ররোচিত করে খোঁচাখুঁচি করে ভারতকে সাময়িক অস্বস্তি দিতে চীন সক্ষম হলেও চ‚ড়ান্তভাবে ভারতবধে উদ্যোগী হলে চীনের জন্য সেটা সুখকর অভিজ্ঞতা হবে বলে মনে হয়। করোনা-উত্তর পৃথিবী বদলাবে। অনেক কিছুই আগের মতো থাকবে না। রাজনৈতিক শক্তির ভারসাম্যও বদল হবে। কিন্তু সেটা চীনের অনুক‚লে যাবে কি? করোনার উৎপত্তি ও বিস্তার কিন্তু চীন থেকেই। ওয়েট এন্ড সি! বিভুরঞ্জন সরকার : জ্যেষ্ঠ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App