×

আন্তর্জাতিক

কৃষকদের সঙ্গে ষষ্ঠবার বৈঠকে ভারত সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০, ০৮:৩৫ পিএম

কৃষকদের সঙ্গে ষষ্ঠবার বৈঠকে ভারত সরকার

ভারতে কৃষক আন্দোলন

নতুন কৃষি আইনের বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রেক্ষিতে বুধবার ষষ্ঠবারের মতো কৃষক নেতাদের সঙ্গে আলোচনায় বসবে ভারতের সরকার। তার আগেই মঙ্গলবার সন্ধ্যায় কৃষক নেতাদের ব্যক্তিগত ভাবে বৈঠকে ডেকেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

অমিত শাহ এমন সময়ে এই সভা ডেকেছেন যখন কৃষকদের ডাকে ভারতজুড়ে বনধ পালিত হচ্ছে। এর ফলে দেশটির অনেক জায়গায় সড়ক ও রেল চলাচল বন্ধ হয়ে গেছে। মহাসড়ক অবরোধ ও বাজার বন্ধের ফলে পণ্য সরবরাহেও সংকট দেখা দিয়েছে।

কৃষক আন্দোলনের অন্যতম নেতা রাকেশ টিকাইত বলেন, ‘আমি একটি ফোন কল পেয়েছি। অমিত শাহ সভা ডেকেছেন। আমাদের ৭টায় থাকতে বলা হয়েছে। যেসব কৃষক নেতা দিল্লির কাছে মহাসড়কে বিক্ষোভ করছেন, তারাও ওই সভায় অংশ নেবেন।

সবশেষ গত শুক্রবার দেশটির কেন্দ্রীয় সরকার ও কৃষকদের মধ্যে সাত ঘণ্টাব্যাপী বৈঠক হলেও দুই পক্ষ কোনও সমঝোতায় আসতে পারেনি।

কৃষকদের পক্ষ থেকে বলা হচ্ছে, সেপ্টেম্বরে পাস হওয়া নতুন তিনটি আইন পুরোপুরি বাতিল করার বিষয়ে অস্থায়ী কোনও সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন না। কৃষকদের আশঙ্কা, নতুন আইনগুলোর মাধ্যমে তাদের আয় কমে যাবে এবং করপোরেট কোম্পানিগুলোর দয়ার ওপর তারা পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App