×

জাতীয়

১৭ ডিসেম্বর থেকে জয়ন্তিকা-উপবনে নতুন কোচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০, ০৯:৫২ এএম

সিলেটগামী বাকি ২টি ট্রেন-জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেস সম্পূর্ণ নতুন কোচ পাচ্ছে আগামী ১৭ ডিসেম্বর থেকে। এতদিন ধরে সিলেটগামী কালনী ও পারাবত এক্সপ্রেস ট্রেন ২টি নতুন কোচ নিয়ে চলাচল করত। আগামী ১৭ ডিসেম্বর থেকে সিলেট-ঢাকা সিলেট চলাচলকারী বাকি ২টি ট্রেন জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেস ও নতুন কোচ নিয়ে চলাচল করবে বলে রেলসূত্রে জানা গেছে। গতকাল রবিবার রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, ইন্দোনেশিয়া ও ভারত থেকে আমাদের বেশ কিছু কোচ এসেছে। এগুলো আমরা বিভিন্ন রুটে চালানোর ব্যবস্থা করছি। এরই ধারাবাহিকতায় সিলেটগামী ২টি ট্রেনে নতুন কোচ সংযোজিত হবে। এর মাধ্যমে আমরা সিলেটের যাত্রীরা আরো স্বচ্ছন্দময় যাত্রা নিশ্চিত করতে পারব। নতুন কোচে অনেক বেশি সুবিধা রয়েছে। এর গেট, সিট, টয়লেটসহ সব কিছুতেই আধুনিকতার ছোঁয়া রয়েছে। সেকারণে এ কোচ সংযোগের পরে যাত্রীরা আরো বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন বলে জানান তিনি। বিষয়টি নিশ্চিত করে উপপরিচালক (মার্কেটিং) কালীকৃষ্ণ ঘোষ জানিয়েছেন, বিদেশ থেকে নতুন কোনো কোচ এলে সেটি ওয়ার্কশপে নিয়ে কিছু টুকিটাকি কাজ সেরে বাংলাদেশে রেলওয়েতে চলাচল উপযোগী করে তোলা হয়। পরে প্রয়োজন অনুসারে বিভিন্ন রুটের ট্রেনে জোড়া হয়। এবারে ২০-২৫টি নতুন কোচ এসেছে, যা সিলেট রুটের জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেস ট্রেনে জুড়ে দেয়া হচ্ছে। ১৬ ডিসেম্বর ছুটি থাকায় ১৭ ডিসেম্বর থেকে এ ২টি ট্রেন নতুন কোচ নিয়ে চলাচল করবে বলে জানান তিনি। এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ডিও লেটারের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী একটি ট্রেনে ২টি এসি বগি সংযোগের সিদ্ধান্ত দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App