×

আন্তর্জাতিক

কৃষকদের আন্দোলনে পাশে থাকার ঘোষণা মমতার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০, ০৪:৩৭ পিএম

পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিম মেদিনীপুরের সব বিধায়করা এখানে এসেছেন, আমরা অতীতকে ভুলি না। কৃষকদের পাশে ছিলাম, আছি, থাকব নবান্নের ধান ছুঁয়ে শপথ করলাম। সোমবার এক অনুষ্ঠানে ‍তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী কৃষকদের আন্দোলনকে সমর্থন করছি, কাল ব্লকে ব্লকে আন্দোলন হবে, দল ভাঙছ, ঘর ভাঙছ, কৃষি আইন প্রত্যাহার কর, নয়তো সরে যাও।

নাম উল্লেখ না করে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, বহিরাগতদের আমরা বাংলা দখল করতে দেব না, বহিরাগতরা এসেছে, টাকা বিলাচ্ছে, কোনওভাবে কিনতে পারবে না তৃণমূলকে।

গত ছয় বছরের মধ্যে এই প্রথম ভারতে কোনো আন্দোলন সরকারকে রীতিমতো চাপে ফেলেছে। এর আগে সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলন হয়েছে। মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশে কৃষক বিক্ষোভ হয়েছে, পেট্রোল-ডিজেলের দাম কমানোর দাবিতে আন্দোলন হয়েছে, কিন্তু সরকার অনড় থেকেছে। এই প্রথম কোনো আন্দোলনের চাপে সরকার কিছুটা নমনীয় হয়েছে বলে মনে করছেন কৃষক নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App