×

খেলা

অনুশীলনে উচ্ছ্বসিত মাশরাফি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০, ০৯:৪১ পিএম

অনুশীলনে উচ্ছ্বসিত মাশরাফি

সোমবার হোম অব ক্রিকেট মিরপুরে জেমকন খুলনার অনুশীলনে না থাকলেও ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করেছেন মাশরাফি

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে জেমকন খুলনার জার্সি গায়ে মাঠ মাতাবেন মাশরাফি বিন মুর্তজা। আগামীকাল নিজেদের সপ্তম ম্যাচে জেমকন খুলনা মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রামের। সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে। হয়তো এই ম্যাচ দিয়েই বিরতি ভাঙবেন মাশরাফি। এর আগে গত পরশু ফিটনেস পরীক্ষায় পাস করার পর কোভিড-১৯ টেস্টের নমুনা দেন নড়াইল এক্সপ্রেস। খুশির খবর হলো, পরে নেগেটিভ রিপোর্ট হাতে পেয়েছেন তিনি। তাই সোমবার হোম অব ক্রিকেট মিরপুরে ব্যক্তিগত অনুশীলন শেষে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেন তিনি।

এ দিন অনুশীলনে এসে বেশ উচ্ছ্বসিত ছিলেন মাশরাফি। আসলে তিনি শতভাগ পেশাদার। মাঠে নামার আগেই নিজেকে তৈরি করার কৌশল তার খুব ভালোই জানা। এদিন জেমকন খুলনার অনুশীলন না থাকলেও মাশরাফি অনুশীলন করেছেন ব্যক্তিগত উদ্যোগে। সেই লক্ষ্যে তিনি মাঠে আসেন বেলা ১টায়। কিছুক্ষণ ওয়ার্মআপ করার পর শুরু করেন বোলিং। শুরুতে অল্প রান আপে বোলিং করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গতি ও রানআপ বাড়িয়েছেন। অবশ্য সব কিছু নিখুঁত করতে ভিন্ন কৌশলও অবলম্বন করেন তিনি। বোলিংয়ের সময় ল্যান্ডিং ঠিক হচ্ছে না কিনা জানতে কাছে একটি চেয়ারে বসিয়ে দেন ক্যামেরা। যেন পরে বোলিংয়ের ভুলত্রুটিগুলো বিশ্লেষণ করতে পারেন। অনুশীলনে এসে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন নড়াইল এক্সপ্রেস।

সাবেক অধিনায়ক মাশরাফি সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত ৬ মার্চ। ওই সিরিজে ওয়ানডের অধিনায়কত্বকে বিদায় দিয়েছিলেন তিনি। এরপর মার্চে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে একটি ম্যাচ খেলেছিলেন। এতদিন যেটি ছিল মাশরাফির প্রতিযোগিতামূলক শেষ ম্যাচ। আর সংক্ষিপ্ত ফরমেটের কুড়ি ওভারের ম্যাচ হিসাব করলে মাশরাফি শেষ বঙ্গবন্ধু বিপিএলে খেলেছেন। এ বছর জানুয়ারিতে ঢাকা প্লাটুনের হয়ে বিপিএল খেলেছিলেন। ওই টুর্নামেন্টে ১৩ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট।

তারপর গত অক্টোবরে অনুষ্ঠিত প্রেসিডেন্টস কাপেও খেলার সম্ভাবনা ছিল মাশরাফির। কিন্তু ১৮ অক্টোবর মিরপুরের সিটি ক্লাব মাঠে রানিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় সেই সম্ভাবনার ইতি ঘটে। পরে আবার চোট কাটিয়ে বঙ্গবন্ধু টি- টোয়েন্টি কাপে ফেরার সম্ভাবনা দেখা দিলেও ইনজুরির কারণে শুরুতে প্লেয়ার্স ড্রাফটে ছিল না তার নাম। চোট থেকে সুস্থ হয়ে গত ১ ডিসেম্বর বোলিং শুরু করেন। তা দেখেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফিকে দলে ভেড়াতে প্রতিযোগিতায় নামে অংশগ্রহণকারী তিনটি দল। তাকে দলে ভেড়াতে প্রাণপণ চেষ্টা করছে জেমকন খুলনা, ফরচুন বরিশাল ও বেক্সিমকো ঢাকা। ফলে তারকা ক্রিকেটারের ভাগ্য নির্ধারণে দ্বারস্থ হতে হয় লটারির। গত পরশু সন্ধ্যায় বিসিবির কনফারেন্স রুমে হওয়া লটারিতে জিতে খুলনা। তিন দলকে পেছনে ফেলে লটারিতে মাশরাফিকে দলে ভিড়িয়েছে জেমকন খুলনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App