ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৮জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৫ জন। নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, সোমবার সন্ধ্যা পাঁচটার দিকে মহাসড়কের সাতাহাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
তিনি জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা সিলেটগামী বিআরটিসির একটি বাস সাতাহাইল এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে রাস্তার পাশে খাদে পড়ে যায় অটোরিকশা ও বাসটি । ঘটনাস্থল থেকে শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, পরে আরও দুজনের মৃত্যু হয়। শেরপুর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানা-পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।