×

জাতীয়

৬১ পৌরসভা নির্বাচনের মনোনয়ন সময় সূচি বিএনপির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ০৮:০৬ পিএম

আগামী ১৬ জানুয়ারি ২০২১ অনুষ্ঠিতব্য ২য় পর্যায়ে ৬১ টি পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নের জন্য সময়সূচী ঘোষনা করেছে বিএনপি। রবিবার বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল সোমবার ৭ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয় অথবা সংশ্লিষ্ট জেলা কার্যালয় থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ এবং জারিকৃত নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে জমা দিতে হবে। ১৪ ডিসেম্বর বিকাল ৫ টার পর কোন আবেদন ফরম বিক্রি এবং জমা নেয়া হবে না।

২য় পর্যায়ে তফসিল অনুযায়ী পৌরসভার তালিকা: দিনাজপুর দিনাজপুর সদর ৩২ কুষ্টিয়া মিরপুর, দিনাজপুর বিরামপুর ৩৩ ঝিনাইদহ শৈলকুপ, দিনাজপুর বীরগঞ্জ ৩৪ বাগেরহাট মোংলাপোর্ট, নীলফামারী সৈয়দপুর ৩৫ মাগুরা মাগুরা সদর, কুড়িগ্রাম নাগেশ^রী ৩৬ পিরোজপুর পিরোজপুর সদর, গাইবান্ধা সুন্দরগঞ্জ ৩৭ টাঙ্গাইল ধনবাড়ী, গাইবান্ধা গাইবান্ধা সদর ৩৮ ময়মনসিংহ মুক্তাগাছা, বগুড়া শেরপুর ৩৯ ময়মনসিংহ ফুলবাড়ীয়া, বগুড়া সারিয়াকান্দি ৪০ নেত্রকোনা মোহনগঞ্জ।

বগুড়া সান্তাহার ৪১ নেত্রকোনা কেন্দুয়া, নওগাঁ নজিপুর ৪২ কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সদর, রাজশাহী কাকনহাট ৪৩ কিশোরগঞ্জ কুলিয়ারচর, রাজশাহী ভবানীগঞ্জ ৪৪ ঢাকা সাভার, রাজশাহী আড়ানী ৪৫ নরসিংদী মনোহরদী, নাটোর নলডাঙ্গা ৪৬ নারায়নগঞ্জ তারাব, নাটোর গোপালপুর ৪৭ ফরিদপুর বোয়ালমারী, নাটোর গুরুদাসপুর ৪৮ শরীয়তপুর, শরীয়তপুর সদর, সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদর ৪৯ সুনামগঞ্জ সুনামগঞ্জ সদর, সিরাজগঞ্জ উল্লাপাড়া ৫০ সুনামগঞ্জ ছাতক, সিরাজগঞ্জ বেলকুচি ৫১ সুনামগঞ্জ জগন্নাথপুর।

সিরাজগঞ্জ রায়গঞ্জ ৫২ মৌলভীবাজার কমলগঞ্জ, সিরাজগঞ্জ কাজিপুর ৫৩ মৌলভীবাজার কুলাউড়া, পাবনা ঈশ^রদী ৫৪ হবিগঞ্জ মাধবপুর, পাবনা ফরিদপুর ৫৫ হবিগঞ্জ নবীগঞ্জ, পাবনা সাঁথিয়া ৫৬ কুমিল্লার চান্দিনা, পাবনা ভাগুড়া ৫৭ ফেনী দাগনভূঞা, পাবনা সুজানগর ৫৮ নোয়াখালী বসুরহাট, মেহেরপুর গাংনী ৫৯ চট্টগ্রাম সন্দ্বীপ কুষ্টিয়া কুষ্টিয়া সদর, ৬০ খাগড়াছড়ি পার্বত্য জেলা খাগড়াছড়ি সদর, কুষ্টিয়া কুমারখালী ৬১ বান্দরবান পার্বত্য জেলা লামা, কুষ্টিয়া ভেড়ামারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App