×

সারাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে গাঁজা বিক্রেতা গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ০৮:১৪ পিএম

পাবনা ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভেতরে গাঁজা নিয়ে প্রবেশের সময় রিপন আলী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ( ৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে রূপপুর প্রকল্পে গেট থেকে রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুল ইসলামের নেতৃত্বে রিপন আলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিপন ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপু মহল্লার আলী হোসেনের ছেলে। সে প্রকল্পের অভ্যন্তরে পরিচ্ছন্ন কর্মী হিসেবে চাকরি করে।

পুলিশ জানায়, রিপন মাঝে মধ্যেই প্রকল্পের ভেতরে গাঁজাসহ প্রবেশ করে আসছিল। প্রকল্পের ভেতরে ঢোকার পর সে অনেকের কাছে গাঁজা সরবরাহ করতেন বলে তাদের কাছে তথ্য ছিল। রবিবার প্রকল্পের গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় রিপনের দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা ও নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App