×

সারাদেশ

মেহেরপুর মুক্ত দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ১২:৫৭ পিএম

মেহেরপুর মুক্ত দিবস পালিত

ছবি: প্রতিনিধি

আজ ৬ ডিসেম্বর মেহেরপুর মুক্ত দিবস। জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো দিনটি।

রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় মুক্তিযুদ্ধে শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এদিন সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন।

একই সাথে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব আব্দুল মালেক মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করেন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাস, নাহিদ হোসেন, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব আব্দুল মালেক, সিরাজুল ইসলাম প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App