×

সারাদেশ

দোষীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ০৯:০৮ পিএম

দোষীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

ছবি: ভোরের কাগজ

দোষীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

ছবি: সুমন মিয়া

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রবিবার (৬ ডিসেম্বর) বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। কর্মসূচিতে ভাঙচুরকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

মহেশপুর (ঝিনাইদহ): সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা শেখ নিজাম উদ্দিন আহাম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, জেলা পরিষদের সদস্য এম এ আসাদ, উপজেলা যুবলীগের আহবায়ক কাজী আতিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষোভকারীরা। সকালে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেছার আহমদ এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশ নেছার আহমদ বলেন, উন্নয়নের গতিধারাকে বাধাগ্রস্ত করতে বিরোধী শক্তিরা ষড়যন্ত্রে লিপ্ত। তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখন ঘরে বসে থাকলে চলবে না। এমন ন্যক্কারজনক কাজ প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে। প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নবাবগঞ্জ (দিনাজপুর): দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলা উন্মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আমির হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান মানিক, যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিলীপ কুমার ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার সবুজ, ছাত্রলীগের আহ্বায়ক মো. শাহিনুর সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।

ভেড়ামারা (কুষ্টিয়া): বেলা ১১টার সময় বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা ও ৬টি উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকরা। এছাড়া ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, রওশন আরা সিদ্দিক, শাহাবুল আলম লালু, শওকত আহমেদ, ভেড়ামারা পৌরসভার প্যানেল মেয়র মাহবুব আলম বিশ্বাস, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নাইমুল ইসলাম, ২নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম প্রমুখ।

বানারীপাড়া (বরিশাল): বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ডাকবাংলোর মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন মো. শাহে আলম এমপি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, পৌর মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মাওলাদ হোসেন সানা, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা প্রমুখ।

তাড়াইল( কিশোরগঞ্জ): স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রবিবার বিকেল ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে আওয়ামী লীগ ,যুব লীগ ও ছাত্র লীগের অংশ গ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।

[caption id="attachment_254644" align="alignnone" width="700"] ছবি: মো. সুমন মিয়া[/caption]

পত্নীতলা (নওগাঁ): পত্নীতলার নজিপুর চৌরাস্তার মোড়ে থানা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়। এতে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারমান আব্দুল গাফফার, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, পৌর মেয়র রেজাউল কবীর চৌধুরী, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ ও ফাতেমা জিন্নাহ্ ঝর্ণাসহ স্থানীয় নেতাকর্মীরা।

ডোমার (নীলফামারী): বেলা ১১টায় ডাকবাংলো সড়কের উপজেলা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ডিবি রোডে মানববন্ধনে মিলিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক করিমুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেনÑ মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মানিক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম হেনা, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মেহেরুন আক্তার পলিনসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

কালিয়াকৈর (গাজীপুর): সকালে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার চন্দ্রা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি চন্দ্রামোড় থেকে শুরু হয়ে ঢাকা-আশুলিয়া মহাসড়ক ঘুরে পুনরায় চন্দ্রা মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন, সদস্য মো. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওহাব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান বাবুল, উপজেলা যুবলীগের সভাপিত মো. হিরু মিয়া প্রমুখ।

নাটোর: সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কমপ্লেক্সের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক লুৎফুল হাবিব রুবেল, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা।

চাঁপাইনবাবগঞ্জ: জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে অবস্থিত বঙ্গবন্ধু চত্বরে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযাদ্ধা মো. রুহুল আমিন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আরিফুর রাজা ইমন, সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ প্রমুখ। এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বরিশাল: বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোডের আওয়ামী লীগ কার্যালয় চত্বর থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদর রোড, লাইন রোড, চকবাজার, ফজলুল হক এভিনিউ হয়ে পুনরায় দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. এ কে এম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. তালুকদার মো. ইউনুস। শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

ফরিদপুর শহর: দুপুরে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে আলীপুর উদয়ন ক্লাবের মোড় পর্যন্ত মিছিল চলাকালে মৌলবাদ ও জঙ্গিবাদবিরোধী স্লোগান দেন দলীয় নেতাকর্মীরা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামা লীগের সহসভাপতি এ কে আজাদ, শামীম হকসহ নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App