×

সারাদেশ

শান্তি চুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে নানিয়ারচরে নৌকা বাইচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২০, ০৬:৩৪ পিএম

শান্তি চুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে নানিয়ারচরে নৌকা বাইচ
পার্বত্য অঞ্চলে ২১ বছরের ভ্রাতৃঘাতি সংঘাত হয়েছে রক্তপাত হয়েছে এই সংঘাত ও রক্তপাত বন্ধ করতে জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা ২ ডিসেম্বর জনসংহতি সমিতির সাথে শান্তি চুক্তি করেছিলো। ইতিমধ্যে পার্বত্য শান্তি চুক্তির বেশির ভাগ ধারাই বাস্তবায়িত হয়েছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইফতেকুর রহমান পিএসসি। তিনি বলেন শেখ হাসিনা উদার মন নিয়ে সকল সুযোগ সুবিধা দিয়ে পার্বত্য শান্তি চুক্তি করেছে যাতে আমরা সকলেই শান্তির দ্বার প্রান্তে উপনীত হতে পারি। তিনি আশা প্রকাশ করে বলেন, এই চুক্তি বাস্তাবায়ন মাধ্যমে পার্বত্য অ লে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উন্নয়ন তরান্বিত করা সম্ভব হবে। শনিবার (৫ ডিসেম্বর) রাঙ্গামাটিতে পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে নানিয়ারচর সদর জোনের উদ্যোগে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় রাঙ্গামাটি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল রফিকুল ইসলাম পিএসসি, নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল এ,কে,এম সালাউদ্দিন আজাদ পিএসসি, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ত্রীদিব কান্তি দাশ, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে নানিয়ারচর ছয় কুরি বিল থেকে জোন সদর ঘাট পর্যন্ত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে নৌকা বাইচ প্রতিযোগিতায় পুরুষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App