টাঙ্গাইলের মির্জাপুরে সড়কে প্রাণ গেল ৬ জনের। আহত হয়েছেন আরও ৫ জন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের যাত্রীবাহী বাস মির্জাপুরের কুরনি এলাকায় বিকল হয়ে পড়ে। মেরামতের জন্য দাঁড় করানো হয় রাস্তার পাশে। শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সবজিবোঝাই একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের।
আহতদের হাসপাতালে নেয়া হলে মারা যান আরও দুজন। তাৎক্ষণিভাবে হতাহতের পরিচয় জানা যায়নি। কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৫ জন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।