×

সারাদেশ

সিরাজগঞ্জ পৌরসভায় নৌকার মাঝি হতে লড়াইয়ে ৮ প্রার্থী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ০১:৫৯ পিএম

সিরাজগঞ্জ পৌরসভায় নৌকার মাঝি হতে লড়াইয়ে ৮ প্রার্থী
আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) প্রত্যাশী প্রার্থী ৮ জন। বুধবার (২ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন। এরা হলেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব দানীউল হক মোল্লা, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসাহাক আলী, বীরমুক্তিযোদ্ধা ফিরোজ ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: সেলিম আহম্মেদ, পৌর আওয়ামী লীগের সদস্য গোলজার হোসেন। নির্বাচন কমিশনের ইসি ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় দফা পৌরসভা নির্বাচন ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব দানীউল হক মোল্লা জানান, আজ (বৃহস্পতিবার) পৌর আওয়ামী লীগ এর বর্ধিত সভায় প্রত্যক্ষ গোপন ব্যালটের মাধ্যমে ভোট সম্পাদন করে প্রার্থীতা তালিকা ক্রমানুসারে জেলা আওয়ামী লীগ এর নিকট সুপারিশ সহ প্রেরণ করা হবে। সিরাজগঞ্জ পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App