×

সাময়িকী

বোধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ০৮:২৩ পিএম

বোধ
আমি পিঁপড়ের কাছে গিয়েছিলাম- তার সাথে মিত্রতা করতে; সে আমায় কামড়ে দিল সুচের আঘাতে, অতঃপর ফিরে এলাম গোলাপের কাছে; পরম সৌহার্দে প্রীতি চিত্তে, সেও রক্ত পিপাসু যেন; রক্ত নিল কিঞ্চিৎ। সময়ের হাত ধরতে গিয়েছিলাম তার কাছে- সে আমায় কর্কশ কণ্ঠে বলেছে- ‘প্রতিভাবান হও; কঠোর পরিশ্রমী হও।’ সামান্য অপমানের হতাশায় ফিরেছিলাম- মহা সৃষ্টি মানবের কাছে; মানুষ আমাকে রাশি রাশি হাসি দিল, আফিমের ঘুম দিল, স্বপ্ন ও সাহস দিল, আরো দিল অগাধ প্রেমের বাঁশি। এতকিছুর বিনিময়ে আমার একরথি মানবতাটুকু চাইলো, আমি কঞ্জুস, ওটুকুই ছাড়তে রাজি নই বলে; মানুষ তার সব কেড়ে নিল আবার। পরিযায়ী হৃদয় নিয়ে ফিরে এলাম সময়ের কাছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App