×

সারাদেশ

পানিতে ডুবে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ০২:৪৭ পিএম

পানিতে ডুবে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে পড়ে সুরাতুন নেছা (১১৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ভোরে ওই বৃদ্ধা নিজ বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে মারা যায়। সুরাতুন নেছা উপজেলার দন্ডপাল ইউনিয়নের উত্তর শান্তি নগড় এলাকার মৃত কামিজ উদ্দীনের স্ত্রী। মারা যাওয়া সুরাতুন নেছার নাতি আলতাফ হোসেন বলেন,দাদী আবু বক্কর সিদ্দিক চাচার বাসায় থাকতেন। তিনি বয়সের ভারে চোখে কম দেখতেন বলে কম চলাফেরা করতেন। সিদ্দিক চাচা দাদীর দেখাশোনা করতেন। প্রতিদিনের মত গতকালও দাদী রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। আজ ভোরে হঠাৎ তিনি ঘর বের হয়ে বাইরে গেলে হঠাৎ অসাবধানতাবশত পুকুরে পানিতে গিয়ে পড়েন। এর আগেও তিনি ৩/৪ বার পুকুরের পানিতে পড়েছিলেন। সকালে চাচা দাদীকে খাবারের জন্য ডাকতে গেলে তাকে রুমে না পেয়ে পরিবারের লোকজন বাড়ির আশপাশে অনেক খোজাঁখুজি করি। পরে অনেক খোজাঁখুজির পর পুকুরের পানিতে দাদীর মরদেহ দেখতে পাই। পরে আমরা দাদীকে উদ্ধার করে বাসায় নিয়ে আসি। দন্ডপাল ইউনিয়নের চেয়ারম্যান জামেদুল ইসলাম পুকুরের পানিতে ডুবে বৃদ্ধা সুরাতুন নেছার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App