×

সারাদেশ

দিরাইয়ে উদ্বোধনের আগেই হেলে পড়েছে সেতুর গাইডওয়াল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ০২:৫৯ পিএম

দিরাইয়ে উদ্বোধনের আগেই হেলে পড়েছে সেতুর গাইডওয়াল
সুনামগঞ্জের দিরাইয়ে কালনী নদীর উপর নবনির্মিত সেতুর এপ্রোচ সড়কের গাইড ওয়াল উদ্বোধনের আগেই হেলে পড়েছে।পাঁচ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে সংযোগ সড়কের গাইড ওয়াল হেলে পড়ার কারণে ঝুঁকি বেড়েছে পথচারীদের। যে কোনো সময় তা ধসে পরে যাওয়ার সম্ভবনা। এলাকাবাসী মনে করেন নির্মাণকাজে অনিয়ম-দুর্নীতির ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই এমনটি হয়েছে। জানা যায় ২০১৩ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের থেকে ২২ কোটি টাকা ব্যয়ে উপজেলা সদরের সাথে পূর্বাঞ্চলের সংযোগ স্থাপনের জন্য ২১০ মিটার দৈর্ঘ্য একটি ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়।সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার পর সেতুর উভয় পাশে গাইড ওয়াল দিয়ে ৩০০ মিটার সংযোগ সড়ক নির্মাণের জন্য ২০১৬-১৭ পাঁচ কোটি ১৪ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। কাজ পায় মেসার্স নুরুল ইসলাম নির্মাণ সংস্থা। সংযোগ সড়কের উপজেলা সদর পাড়ে টি আকারে একদিকে ১৩৩ ও অন্যদিকে ১০০ মিটার সংযোগ সড়কের উভয়পাশে গাইড ওয়াল নির্মাণ করে ড্রেজার মেশিন দিয়ে বালি ভরাট করে এইচবিবি (ইটসলিং) করা হয়। উপজেলা রোডমুখী সংযোগ সড়কের পূর্বদিকের গাইড ওয়ালটি প্রায় দেড় ফুট হেলে গেছে। স্থানীয়রা বলেন সংযোগ সড়কের গাইড ওয়াল উদ্বোধনের আগেই হেলে পড়ায় দিরাইবাসী হতাশ। যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে। এ বিষয়ে দিরাই উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেনের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App