×

বিনোদন

সুবর্ণার জন্মদিনে নেই কোনো আয়োজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০, ০৫:২০ পিএম

সুবর্ণার জন্মদিনে নেই কোনো আয়োজন
সুবর্ণার জন্মদিনে নেই কোনো আয়োজন
একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী ও সাংসদ সুবর্ণা মুস্তাফার জন্মদিন আজ। বিগত কয়েক বছর অভিনেত্রীর বিশেষ এই দিনটি কেটেছে বেশ ঝাঁকজমকভাবে। দিনটিতে প্রিয় মানুষ, সহশিল্পী ও পরিচালকদের উপস্থিতি থাকে তার জন্মদিন আয়োজনে। তবে এবার করোনার কারণে সুবর্ণা মুস্তাফার জন্মদিনে নেই কোনো আয়োজন। সুবর্ণা মুস্তাফা বলেন, ‘সত্যি বলতে কী একটা অদ্ভুত সময়ের মধ্যদিয়ে আমরা যাচ্ছি। প্রতিদিন দেশে এবং দেশের বাইরে অনেক মানুষ মারা যাচ্ছেন। এমন অবস্থায় কীভাবে মানসিকভাবে ভালো থাকি? ভালো থাকা যায় না। যেখানে মানসিকভাবেই আমি ভালো নেই, সেখানে নিজের জন্মদিন নিয়ে আলাদাভাবে ভাবার কোনো সুযোগও নেই। তাই এবারের জন্মদিন ঘিরে বিশেষ কোনো কিছুই করা হচ্ছে না। এরইমধ্যে করোনার সেকেন্ড ওয়েব শুরু হয়েছে। সবাই যার যার অবস্থানে নিরাপদে থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। কারণ নিজের নিরাপত্তাটাই এখন অনেক বেশি জরুরি।’ করোনার মধ্যে বেশকিছু কাজের প্রস্তাব পেয়েছিলেন এ অভিনেত্রী। কিন্তু নিজের নিরাপত্তার কথা ভেবে সেসব কাজ করেননি। শুধুমাত্র জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে অংশ নিয়ে ছিলেন। সর্বশেষ বদরুল আনাম সৌদের নির্দেশনায় ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ ধারাবাহিকে অভিনয় করেছেন। এরপর আর কোনো নাটকে অভিনয় করেননি। সুবর্ণা মুস্তাফা অভিনীত সিনেমার মধ্যে ‘ঘুড্ডি’, ‘লাল সবুজের পালা’, ‘নতুন বউ’, ‘নয়নের আলো’, ‘সুরুজ মিঞা’, ‘রাক্ষস’, ‘ কমান্ডার’, ‘ অপহরণ’, ‘স্ত্রী’, ‘দূরত্ব’, ‘গহীন বালুচর’, ‘গণ্ডি’ উল্লেখযোগ্য। এছাড়া টিভি নাটকে সুবর্ণা মুস্তাফা-আফজাল হোসেন জুটি সর্বকালের সেরা বলেও অভিহিত করেন অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App