×

সারাদেশ

রুমায় ইকো ট্যুরিজমের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০, ১০:৫৮ পিএম

রুমায় ইকো ট্যুরিজমের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত
বান্দরবানে রুমায় যোগাযোগ ব্যবস্থার উত্তোরোত্তর উন্নতি সাধিত হওয়ায় পর্যটকদের আনাগোনা দিন দিন ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বান্দরবানের রুমা উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। প্রতিদিনই উপজেলার বিভিন্ন পযর্টন স্পটগুলোতে ভিড় লেগে থাকে। এসব পর্যটকদের ঘুরে বেড়ানোর জন্য প্রয়োজন হয় একজন গাইডের। যিনি ট্যুরিস্টদের ভ্রমণ সম্পর্কে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিয়ে থাকেন। যারা ভ্রমণ পিপাসু কিংবা ঘুরে বেড়াতে পছন্দ করেন, তারা এই পেশায় আসতে পারেন। তারই ধারাবাহিকতায় আজ (২রা ডিসেম্বর)বুধবার সকালে রুমা সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে ইকো-ট্যুরিজম এওয়ারনেস ২০২০ একদিন ব্যাপী গাইড প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এ্যাডভেঞ্চার ও ট্যুরিস্ট সোসাইটি লিমিটেড এর আয়োজনে এ প্রশিক্ষণকে সফলতা আনার লক্ষ্যে সার্বিক সহযোগীতা দিয়েছে রুমা উপজেলা প্রশাসন। এ কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদে চেয়ারম্যান উহ্লাচিং মারমা,মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ ও সকল বিভাগে গোয়েন্দা সংস্থার সদস্যগন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ এ্যাডভেঞ্চার ও ট্যুরিস্ট সোসাইটি লিমিটেড এর প্রতিনিধি মামুওর রশিদ, সালমান হোসেন, শেখ মোঃ কামালসহ তাদের সদস্যবৃন্দ। এ সময় বাংলাদেশ এ্যাডভেঞ্চার ও ট্যুরিস্ট সোসাইটি লিমিটেড এর পরিচালক বলেন, আগামী ৭ই ডিসেম্বর সোমবার বান্দরবানের দুর্গমতম উপজেলা থানচিতে একদিন ব্যাপী প্রশিক্ষণ নেয়া হবে। উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা তার বক্তব্যে জানান, চাইলেই যে কেও সংশ্লিষ্ট এসব প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে ট্যুরিস্ট গাইড পেশায় ক্যারিয়ার গড়তে পারেন এবং ঘুরে বেড়ানোর পাশাপাশি ভালো আয় করতে পারেন। এই পেশায় আপনাকে সাহসী হতে হবে। কারণ, আপনি যদি পর্যটন কেন্দ্রে গিয়ে আকস্মিক কোনো কিছু দেখে দুর্বল হয়ে পড়েন তাহলে পর্যটকরা আপনার প্রতি আস্থা হারিয়ে ফেলবে। সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিমাণ সাহসী হতে হবে। আপনাকে ধৈর্যশীলও হতে হবে। ট্যুরিস্ট গাইডদের অবশ্যই বিনয়ী এবং স্মার্ট হওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, বিভিন্ন জায়গা থেকে আসা সংস্কৃতি, ধর্ম, বর্ণ, ভাষার ভিন্ন লোক বা পর্যটকরা আমাদের দেশে আসেন। তাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী কাজ করতে হবে। তাদের সাথে হাসিমুখে ও আন্তরিকতার সাথে এবং উপস্থিত জ্ঞানের ভিত্তিতে কাজ করতে হবে। তিনি আরো জানান,ট্যুরিস্ট গাইডদের পার্টটাইম কাজের সুযোগ রয়েছে। বিভিন্ন ভাষাভাষী পর্যটকদের জন্য অনেক প্রতিষ্ঠান পার্টটাইম বা চুক্তিভিত্তিক গাইড নিয়োগ দেয়। আবার ফুলটাইমও নিয়োগ দেয়া হয়। তবে এই পেশায় মেয়েরা কম আসে। মেয়েদের নিরাপত্তার বিষয় নিশ্চিত না হওয়ায় আমাদের দেশে মেয়েরা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সাথে সাথে এই পেশায় ক্যারিয়ার গড়তে চাইলে সর্বনিম্ন এইচএসসি পাস হতে হবে। পাশাপাশি ভিনদেশীদের ভাষা বোঝার মতো ক্ষমতা থাকতে হবে। আর যারা নতুন তাদের ক্ষেত্রে অন্য রকম একটি অভিজ্ঞতাও হয়ে থাকে। তবে এই পেশায় ক্যারিয়ার গড়তে চাইলে গাইডকে বান্দরবানে ঐতিহাসিক স্থান এবং পর্যটন কেন্দ্র সম্পর্কে এবং কোথায়, কিভাবে যাতায়াত করবে, নানা বিষয়ে জ্ঞান থাকতে হবে। ট্যুরিস্ট গাইড এর সূত্রে জানা যায়, ট্যুরিস্ট গাইডের পেশায় প্রতিষ্ঠান ভেদে কম-বেশি বেতন হয়ে থাকে। আবার ট্যুরিস্ট গাইডদের আয়ের মাধ্যম হলো টিপস-বখশিশ। পর্যটকরা গাইডদের কাজে খুশি হয়ে তাদের বখশিশ দিয়ে থাকে। এর ফলে কোনো কোনো সময় গাইডদের কোন কোন মাসে মাসিক আয়ের তুলনায় দুই থেকে চারগুণ বেশি আয় হয়ে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App